PICS: বিশ্বকাপে বল হাতে মাতিয়েছেন যাঁরা, দেখে নিন তাঁদের কৃতিত্ব

ভারতে কিছুদিন পরই শুরু হতে চলেছে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে সেরা রেকর্ডধারী কয়েকজন বোলারদের দেখে নেওয়া যাক...

Sep 26, 2023, 18:09 PM IST
1/5

মহম্মদ শামি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: পেসার মহম্মদ শামি আগামী মাস থেকে ইণ্ডিয়া টিমে যোগ দিতে চলেছেন। বিশ্বকাপে তাঁর সেরা বোলিং স্ট্রাইক-রেটের রেকর্ড - ১৮.৬ (ন্য়ূনতম ২০ উইকেটের বিচারে)।

2/5

মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ান জোরে বোলার মিচেল স্টার্কের বিশ্বকাপে সেরা বোলিং গড়। বিশ্বকাপে স্টার্কের গড় ১৪.৮১। এছাড়াও স্টার্ক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার পাঁচটি উইকেট নিয়েছেন, তিনবার এই কৃতিত্ত্ব করেছেন তিনি।  

3/5

গ্লেন ম্য়াকগ্রা

বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। বিশ্বকাপে ৭১ উইকেট নিয়ে অবসর নেন তিনি। তাছা়ড়া প্রাক্তন অজি পেসার ম্য়াকগ্রারই রয়েছে বিশ্বকাপে সেরা বোলিং পরিসংখ্যান। ২০০৩ সালের কাপযুদ্ধে নামিবিয়ার বিরুদ্ধে ১৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন সাত উইকেট।  

4/5

লাসিথ মালিঙ্গা

২০০৭-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরপর ডেলিভারিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে প্রাক্তন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার মালিঙ্গার। 

5/5

শোয়েব আখতার

প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের ঝুলিতে রয়েছে অনন্য় রেকর্ড।  আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির নজির রয়েছে তাঁর। ২০০৩ বিশ্বকাপে ১৬১.৩ মাইল প্রতি ঘণ্টা গতিতে।