PICS: ১৯৭৫-২০১৯, বিশ্বকাপে যাঁরা পেয়েছেন সোনার ব্য়াট

 

| Sep 26, 2023, 17:30 PM IST

 

Golden Bat Winners In ODI World Cup: From 1975 To 2019: আর কয়েকদিন পরেই ভারতের মাটিতে বিশ্বকাপ। ৫ অক্টোবর আহমেদাবাদে মহাযুদ্ধের শুভারম্ভ। এবার দেখে নিন বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান যাঁরা করেছেন। 

1/12

গ্লেন টার্নার

 Glenn Turner

১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের প্রথম সোনার ব্য়াট জয়ী গ্লেন টার্নার। কিউয়ি ব্য়াটার করেছিলেন ৩৩৩ রান।

2/12

গর্ডন গ্রিনিজ

 Gordon Greenidge

১৯৭৯ বিশ্বকাপে উইন্ডিজ মহারথী ২৫৩ রান করে জিতেছিলেন সোনার ব্য়াট।  

3/12

ডেভিড গাওয়ার

David Gower

তিরাশির বিশ্বকাপ জিতেছিল ভারত। ৩৮৪ রান করে সোনার ব্য়াট পেয়েছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার।

4/12

গ্রাহাম গুচ

Graham Gooch

১৯৮৭ বিশ্বকাপে ইংল্য়ান্ডের গুচ করেছিলেন ৪৭১ রান। তিনিই পেয়েছিলেন সোনার ব্য়াট।

5/12

মার্টিন ক্রো

Martin Crowe

১৯৯২ বিশ্বকাপে ক্রো করেছিলেন ৪৫৬ রান। কিউয়ি তারকা জিতেছিলেন সোনার ব্য়াট।

6/12

সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar

১৯৯৬ বিশ্বকাপে সচিন ৫২৩ রান করে জিতেছিলেন সোনার ব্য়াট। 

7/12

রাহুল দ্রাবিড়

Rahul Dravid

১৯৯৯ বিশ্বকাপে দ্য ওয়াল' দ্রাবিড় করেছিলেন ৪৭১ রান। 

8/12

সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar

আবার সচিন। ২০০৩ বিশ্বকাপে মাস্টারব্লাস্টার ৬৭১ রান করেছিলেন।

9/12

ম্য়াথিউ হেডেন

Matthew Hayden

২০০৭ বিশ্বকাপে অজি মহারথী হেডেন করেছিলেন ৬৫৯ রান।  

10/12

তিলকরত্ন দিলশান

Tillakaratne Dilshan

২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ৫০০ রান করে সোনার ব্য়াট জেতেন শ্রীলঙ্কার স্টার দিলশান।

11/12

মার্টিন গাপটিল

Martin Guptill

২০১৫ বিশ্বকাপে কিউয়ি তারকা গাপটিল ৫৪৭ রান করেছিলেন।

12/12

রোহিত শর্মা

Rohit Sharma

২০১৯ বিশ্বকাপে দ্য হিটম্য়ান রোহিত করেছিলেন ৬৪৮ রান।