Kolkata Tangra Murder Case: ট্যাংরায় কখন কীভাবে 'খুন' ২ মহিলা ও কিশোরী? স্পষ্ট হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্টে!

Kolkata Tangra Murder Case update: ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে জোর চাঞ্চল্য! মৃত্যুর সময় নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে রিপোর্টে। 

Feb 20, 2025, 17:27 PM IST
1/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

Kolkata Shocker: ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর ময়নাতদন্তের রিপোর্ট! খুন-ই হয়েছেন ৩ জন মহিলা! ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিলমোহর পড়ল খুনের তত্ত্বে।  

2/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে সুদেষ্ণা দে ও রোমি দে-র। ওদিকে বিষক্রিয়ায় কিশোরীর মৃত্যু বলে উল্লেখ রিপোর্টে। 

3/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

রিপোর্টে উল্লেখ,রোমি দে-র দুই কবজিতেই বাইরের দিকে (Anterior Part) ক্ষতচিহ্ন। গলাতেও ক্ষত। বাঁদিক থেকে ডানদিকে আঘাতের চিহ্ন গলায়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণকে। 

4/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

সুদেষ্ণা দে-র ক্ষেত্রেও রিপোর্টে দুই কবজিতে ক্ষতচিহ্নের উল্লেখ। প্রধান শিরাতে চোট লাগে সুদেষ্ণা দে-র। গলাতেও ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হেমারেজিক শকে সুদেষ্ণা দে-র মৃত্যু বলে উল্লেখ। 

5/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

কিশোরী প্রিয়ংবদা দে-র বুক, দু পা, ঠোঁট সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকি সূত্রের খবর, আঘাতের চোটে নিহত কিশোরীর মস্তিষ্কেও রক্ত জমাট (scalp hematoma) বেঁধে যায় বলেও উল্লেখ রিপোর্টে। 

6/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

আরও বলা হয়েছে যে, কিশোরী প্রিয়ংবদার হাত ও পায়ের পাতা নীলচে বেগুনি রং (Cyanosis) ধারণ করেছিল। আঘাত রয়েছে পাকস্থলীতেও। পাকস্থলীতে মিলেছে হালকা হলুদ রঙের পরিপাক হওয়া খাবার। সঙ্গে ওষুধের গন্ধ যুক্ত সাদা গুঁড়ো গুঁড়ো দানা। 

7/7

ট্যাংরাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট!

Kolkata Tangra Murder Case update

'বিষ প্রয়োগে' কিশোরী প্রিয়ংবদা দে-কে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। আর এটাও বলা হয়েছে যে, মৃত্যুর সময় সম্ভবত শেষ খাবার খাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে। ময়নাতদন্ত হওয়ার ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে।