Jamshedpur Incident: ট্যাক্সি চালকের বুদ্ধিতে কলকাতায় ধরা পড়ল জামশেদপুরের দুষ্কৃতি! খোঁজ চলছে বাকি ৪ জনের...

Jamshedpur Incident | Kolkata Police:  ৫ জন ঘাটশিলা থেকে কাল রাতে সাঁতরাগাছিকে পৌঁছয় ট্রেনে করে। এক ট্যাক্সি চালকের উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ে জামশেদেরপুরের বিষ্ণুপুরের গুলি করে খুনের চেষ্টার মামলার এক দুষ্কৃতী।  

Feb 20, 2025, 15:52 PM IST
1/6

জামশেদপুর

পিয়ালি মিত্র: জামশেদপুরের বিষ্ণুপুর থানা এলাকায় ১৫ ফেব্রুয়ারিতে এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। মোট তিন রাউন্ডগুলি চলে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।

2/6

পলাতক

ঘটনার পর থেকেই পলাতক ওই ৫ দুষ্কৃতি। তার ঠিক পাঁচদিনের মাথায় সেই ঘটনায় আসে নতুন মোড়। কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এক ট্যাক্সি চালকের উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ে জামশেদেরপুরের বিষ্ণুপুরের গুলি করে খুনের চেষ্টার মামলার এক দুষ্কৃতী। (তথ্য- পিয়ালি মিত্র)

3/6

ঞ্চল্যকর ঘটনা

সেই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ৫ জন ঘাটশিলা থেকে কাল রাতে সাঁতরাগাছিকে পৌঁছয় ট্রেনে করে। (তথ্য- পিয়ালি মিত্র)

4/6

সাপুরজি

সেখান থেকে একটি ট্যাক্সি করে সাপুরজির দিকে যাচ্ছিল ৫ জন। (তথ্য- পিয়ালি মিত্র)  

5/6

ট্যাক্সি

ট্যাক্সিতে তাদের কথাবার্তাতে সন্দেহ হওয়ায় ট্যাক্সিচালক গাড়ি ইউটার্ন নিয়ে পুলিসের দিকে যায়।(তথ্য- পিয়ালি মিত্র)

6/6

অভিযুক্তরা

সেই সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিস ও ট্যাক্সিচালক মিলে মহম্মদ আসিক বলে একজনকে ধরে ফেলে। তার মোবাইল থেকে উদ্বার হওয়া ওই গুলি কেসের নিউজের পেপার কাটিং ঝাড়খন্ড পুলিসকে খবর দিলে তারা শহরে এসেছে। বাকিদের খোঁজ চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ৫ জনের মধ্যে একজনের ভাই কলকাতাতেয় পড়াশোনা করে, এবং তাঁরা চেষ্টা করেছিল সেখানেই গা ঢাকা দেওয়ার। (তথ্য- পিয়ালি মিত্র)