Income Tax: আয়কর জমা দেওয়ার শেষ তারিখেও রিটার্ন জমা দেননি! কী হবে এবার? জেনে নিন

Jan 01, 2022, 13:17 PM IST
1/5

এবছর(২০২০-২১ সাল) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই রিটার্ন ফাইল করতে পারেননি অনেকে। তবে আয়কর দফতরের হিসেব অনুযায়ী এবার ৫.৮৭ কোটি করদাতা তাদের আয়কর রিটার্ন ফাইল করেছেন।

2/5

একটি টুইট করে আয়কর দফতর জানিয়েছে, '৩১ ডিসেম্বর সন্ধে সাতটা পর্যন্ত ৫.৭৮ কোটি করদাতা তাদের আয়কর দিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫.৯৫ কোটি।'

3/5

গত কয়েক মাস ধরেই আয়কর দফতর আয়কর দাতাদের কর মেটানোর জন্য আবেদন করে আসছিল। তার পরও বহু মানুষ তাদের আয়কর এখনও জমা দেননি। যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা আয়কর রিটার্ন জমা দেননি তারা এর পরও আয়কর জমা দিতে পারলেও তার জন্য জরিমানা দিতে হবে।

4/5

ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও অনলাইন ও অফলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে তার জন্য লাগবে ৫,০০০ টাকা জরিমানা।

5/5

৫ লাখের থেকে কম যারা আয় করেন তাদের জরিমানা লাগবে ১,০০০ টাকা। তবে যাদের আয় আয়কর সীমার নীচে তাদের রিটার্ন দিলেই চলবে। কোনও জরিমানা লাগবে না।