Chicken Shortage: কাগজপত্র পরীক্ষার জেরে শহরের বাইরে আটকে দেওয়া হয়েছে মুরগিভর্তি গাড়ি...

Goa Chicken Shortage: প্রতিদিন ৭০ টন মুরগি প্রয়োজন, সেই জায়গায় কদিন আগে এসেছিল মাত্র ৫৫ টন! তারপর থেকেই মুরগি সরবরাহে সংকট তৈরি হতে থাকে। আর সেটাই চলছে।

| Jan 18, 2025, 17:49 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি শীতেই একবার করে কোথাও না কোথাও মুরগির সরবরাহে বিঘ্ন ঘটে। এবারও তেমন ঘটেছে। গত রবিবার থেকেই এই সাপ্লাই থমকে যাওয়ার খবর মিলেছিল। আর এর অবশ্যম্ভাবী ফল হিসেবে দামও একটু-একটু করে বেড়েছে। 

1/6

শীতে তুঙ্গে মুরগি

শীত মানেই উৎসব, আর উৎসব মানেই খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়ার একটা বড় অংশ জুড়ে থাকে মুরগি। সহজপাচ্য, সহজলভ্য, দাম কম বলে মুরগির মাংস খুবই জনপ্রিয়। এই শীতে, পিকনিকে, ফিস্টে, জমায়েতে এর চাহিদা তুঙ্গে।

2/6

বঙ্গে নয়

শীতেই তাই মুরগির সংকট তৈরি হলে সমস্যা হয়। এবার এটা অবশ্য বাংলার ব্যাপার নয় এটুকুই যা বাঁচোয়া। এখনও পশ্চিমবঙ্গে এ জাতীয় কিছু শোনা যায়নি।

3/6

গোয়ায়

মুরগির সরবরাহে সংকটের এই খবরটি মহারাষ্ট্রের। একটু নির্দিষ্ট করে বললে গোয়ার। 

4/6

অল গোয়া পোল্ট্রি পার্মারস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন

'অল গোয়া পোল্ট্রি পার্মারস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন' (AGPFTA) জানিয়েছে, মহারাষ্ট্রের কিছু কিছু অংশে চিকেন সাপ্লাইয়ে একটু বিঘ্ন ঘটেছে। 

5/6

প্রবেশে অনুমতি

আর গোয়ায়? AGPFTA জানিয়েছে-- মুরগিভর্তি গাড়ি গোয়া শহরের মুখে এসে দাঁড়িয়ে আছে। ঢোকার অনুমতি পাচ্ছে না! AGPFTA তাই সরকারকে অনুরোধ করছে, এ সংক্রান্ত জটিলতা দ্রুত মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুরগির গাড়ি যেন গোয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। 

6/6

কাগজ-জটিলতা এবং

দেরিটা আসলে গাড়ির কাগজপত্র পরীক্ষা সংক্রান্ত। আর শুধু কাগজ নয়, দাবি, বেশ কিছু ক্ষেত্রে অসুস্থ মুরগিও সাপ্লাই করে দেওয়া হচ্ছে, আর নেওয়া হচ্ছে কম দাম। এদিকে প্রশাসনিক এই সব কড়াকড়ির জেরে ব্যবসা মার খাওয়ায় এক অংশের ভেন্ডর স্ট্রাইক ডেকে দিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।