দূষণ বালাই, ইলেকট্রিকের পর এবার কলকাতায় চলবে সিএনজি চালিত বাস

| Dec 07, 2019, 00:08 AM IST
1/5

কমলিকা সেনগুপ্ত: বিদ্যুতচালিত বাসের পর এবার শহরে নামতে চলেছে সিএনজি। শুক্রবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।       

2/5

কলকাতায় ইতিমধ্যেই একাধিক বিদ্যুতচালিত বাস চালাচ্ছে রাজ্য সরকার। সেই বাসগুলি যথেষ্ট জনপ্রিয়ও। 

3/5

এবার সিএনজি চালিত বাস নামানোর পরিকল্পনা করল রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী জানালেন, আপাতত ১০টি সিএনজি বাস নামবে কলকাতার পথে। 

4/5

কসবায় সিএনজি বাসের রিফিলিং অর্থাৎ গ্যাস ভরার ব্যবস্থা থাকছে। নতুন বছরেই কলকাতাবাসীকে সিএনজি বাস উপহার দিতে চলেছে পরিবহন দফতর। এর পাশাপাশি নতুন ইলেকট্রিক বাসও আসছে। 

5/5

দূষণে জেরবার দিল্লি। কলকাতাতেও মাত্রা নিয়ন্ত্রিত সীমার বাইরে। সে কারণে পরিবেশবান্ধব যান চালাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।