Lord Hanuman: জেনে নিন সেই সব মহাভাগ্যবান রাশির নাম, হনুমানজির কৃপায় যাঁদের উন্নতি কেউ কোনও দিন ঠেকিয়ে রাখতে পারে না...
Lord Hanuman's Beloved Zodiacs: জেনে নিন, কোন কোন রাশির জাতক-জাতিকারা এমনিতেই হনুমানজির প্রিয়। তবে মঙ্গলবার কি তাঁদের উপর হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হয়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত শেষ হলেই মঙ্গলবার। এটি হনুমানজির দিন। এদিন হনুমানপুজো এবং হনুমানচালিশাপাঠ যে কোনও ভক্তের পক্ষেই খুব উপকারী বলে মনে করা হয়। ভগবান বজরঙ্গবলী হনুমানের সন্তুষ্টিবিধানের জন্য সদাসচেষ্ট থাকেন ভক্তেরা। যা যা তাঁর প্রিয়, তাঁরা সেই সব কাজ করেন। তবে, এবার জেনে নিন অন্য বিষয়। জেনে নিন, কোন কোন রাশির জাতক-জাতিকারা হনুমানজির এমনিতেই প্রিয়, সারা বছর ধরেই তাঁদের উপর ঝরে তাঁর কৃপা। মঙ্গলবার কি তাঁদের উপর হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হয়?
1/6
অতি প্রিয় রাশি
![অতি প্রিয় রাশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505921-hanu-1.png)
2/6
প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো
![প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505920-hanu-2.png)
photos
TRENDING NOW
3/6
সিংহ রাশি
![সিংহ রাশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505919-hanu-3.png)
4/6
বৃশ্চিক রাশি
![বৃশ্চিক রাশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505918-hanu-4.png)
এঁরা বজরঙ্গবলীর বিশেষ আশীর্বাদে পুষ্ট। এঁদের কোনও কাজ কখনও পণ্ড হয় না। হনুমানজি এঁদের সমস্ত বিনষ্ট কাজকর্ম সুন্দর করে সমাপ্ত করে দেন। এঁরা সময়ের মধ্যেই সমস্ত জরুরি কাজ সেরে ফেলতে পারেন এবং তার জেরে এঁদের চারপাশের মানুষজন বিপুল ভাবে উপকৃত হন। এঁরাও সেভাবে কখনও অর্থকষ্টে পড়েন না, মোটামুটি চলে যায় এঁদের।
5/6
কৃপায় বাধাহীন
![কৃপায় বাধাহীন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505917-hanu-5.png)
6/6
হনুমানমন্দির-দর্শন
![হনুমানমন্দির-দর্শন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505916-hanu-6.png)
কুম্ভ রাশির জাতকেরা সদা সর্বদা সুখী থাকেন, উন্নতি ও সমৃদ্ধিতে ভরা একটি জীবন কাটিয়ে যান। প্রতি মঙ্গলবার এঁদের একবার করে হনুমানজির মন্দির দর্শন করা ভালো ফলদায়ক। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos