1/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234922-46015063-0071-439e-b2cc-ce34b1108968.jpg)
2/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234921-1a47e99a-c968-45e9-9be9-ef08db007bde.jpg)
আরও চমকে গেলেন তো? এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন ইউক্রেনের এক ব্যবসায়ী ম্যাক্সিম হ্যাভ্রিলেঙ্কো।গত পনেরো বছর ধরে ম্যাক্সিমের পরিবার আইওয়ের ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। ছোটবেলা থেকেই ব্যবসায় বাবার সঙ্গী ছিলেন ম্যাক্সিম। বাবার পর এখন একাই ব্যবসার দায়িত্ব সামলান তিনি। আগাগোড়াই চিরাচরিত চশমায় নতুনত্ব আনার ব্যাপারে ভাবনাচিন্তা করতেন ম্যাক্সিম। সেই ভাবনাচিন্তা থেকেই পরিবেশবান্ধব চশমার ফ্রেম তৈরি করার কথা মাথায় এল তাঁর।
photos
TRENDING NOW
3/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234920-12ba6a18-626a-41e5-81c2-6de8cb9e5b3a.jpg)
প্রথমে দারচিনি দিয়ে চশমার ফ্রেম তৈরি করতে গিয়েছিলেন। কিন্তু সফল হননি। তারপর কফির কথা মাথায় আসতেই কেল্লা ফতে। কফির গুঁড়ো দিয়ে তৈরি করে ফেললেন চশমার ফ্রেম। বীজ থেকে কফি তৈরি হওয়ার পর যে গুঁড়োটা থেকে যায় সেটা ব্যবহার করা হয় চশমার ফ্রেম তৈরি করতে। কফির গুঁড়োকে ফ্ল্যাক্স এবং কিছু ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে মন্ড তৈরি করে ছাঁচে ফেলা হয়। তারপর কম্পিউটারের মাধ্যমে এই ছাঁচ কেটে চশমার ফ্রেম তৈরি করা হয়।
4/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234919-5543bf66-5bc1-4527-93fc-ecdc7058b403.jpg)
5/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234912-bb939614-4b0c-42ba-a2e8-9e336e45a2c4.jpg)
photos