গলি ক্রিকেট যেন! এবার আন্তর্জাতিক টুর্নামেন্টের টসে কয়েনের বদলে ব্যাট

| Dec 11, 2018, 19:17 PM IST
1/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

1

2/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

2

হেলমেট ক্যামেরা, জিংস স্ট্যাম্পের প্রচলন শুরু হয়েছিল এই টুর্নামেন্টে। এবার তাঁরা আরও একখানা নতুন ব্যাপার আনতে চলেছে। টসে কয়েনের বদলে ব্যবহার করা হবে ব্যাট। ঠিক যেমনভাবে গলি ক্রিকেটে হয়। 

3/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

3

ছোটবেলায় গলি ক্রিকেটে এমনটা হয়তো আপনিও করেছেন। ব্যাট শূন্যে ছুঁড়ে দিতেন এক দলের ক্যাপ্টেন। আরেক দলের অধিনায়ককে কল করতে হত, ব্যাটের উঁচু নাকি সমতল দিক!

4/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

4

এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে গলি ক্রিকেটের স্মৃতি। সৌজন্যে বিগ ব্যাশ। 

5/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

5

হোম টিমের ক্যাপ্টেন ব্যাট ছুঁড়বেন শূন্যে। অ্যাওয়ে দলের ক্যাপ্টেনকে কল করতে হবে। বিগ ব্যাশ আয়োজক কমিটির দাবি, নতুন এই প্রচলন টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। 

6/6

ব্যাট ছুঁড়ে টস বিগ ব্যাশে

6

এখনও পর্যন্ত বিগ ব্যাশের যা সূচি তাতে ব্রিসবেন হিটের ক্যাপ্টেন ক্রিস লিগ প্রথমবার এই নতুন পদ্ধতিতে টস করবেন। আর কল করবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্যাপ্টেন।