Yusuf Pathan: শেষ রবিবাসরীয় উপনির্বাচনের প্রচারে চা বাগানে ইউসুফ পাঠান...

Yusuf Pathan: মাদারীহাটে ভোট প্রচারে বানারহাট ব্লকের বিননাগুড়ি জিপির হলদিবাড়ি চা বাগানে তৃণমূল ইউসুফ পাঠান। সাথে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ। মাদারী হাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো জিতবে বলে জানান ইউসুফ পাঠান।

Nov 10, 2024, 20:01 PM IST

প্রদ্যুৎ দাস: মাদারীহাটে ভোট প্রচারে বানারহাট ব্লকের বিননাগুড়ি জিপির হলদিবাড়ি চা বাগানে তৃণমূল ইউসুফ পাঠান। সাথে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ। মাদারী হাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো জিতবে বলে জানান ইউসুফ পাঠান।

1/7

প্রচার

propaganda

বিন্নাগুড়ি বাজারে প্রচারের গিয়ে ব্যাট এবং বলে অটোগ্রাফ দিলেন ইউসুফ।  -তথ্য: প্রদ্যুৎ দাস

2/7

তুলেনন ঝড়

Raised a storm

বিন্নাগুড়ির পর গয়েরকাটা এলাকায় প্রচারে তুলেনন ঝড়। -তথ্য: প্রদ্যুৎ দাস

3/7

তৃণমূলের জয়

The victory of the TMC

মাদারি হাট উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত, প্রচারে এসে দাবী ইউসুফ পাঠানের। -তথ্য: প্রদ্যুৎ দাস

4/7

সাংসদ ইউসুফ পাঠান

MP Yusuf Pathan

বিন্নাগুড়ি ও গয়েরকাটা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর হয়ে প্রচারে ক্রিকেটার তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান রবিবার ঝড় তুললেন প্রচারের। ভোট প্রচারে এসেও ক্ষুদে ক্রিকেটারদের আবদারে সাড়া দিয়ে অটোগ্রাফ দিলেন ব্যাটে। -তথ্য: প্রদ্যুৎ দাস

5/7

মাদারিহাট বিধানসভা

Madarihat Assembly

এদিনের বানার হাটে ভোট প্রচারে আসেন ইউসুফ পাঠান, উল্লেখ্য, বানার হাট জলপাইগুড়ি জেলার অধীন হলেও এই ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত মাদারিহাট বিধানসভা নির্বাচন কেন্দ্রের অধীন রয়েছে, সেই দুটি গ্রাম পঞ্চায়েতের আওতায় রয়েছে চারটি চা বাগান। -তথ্য: প্রদ্যুৎ দাস

6/7

জলপাইগুড়ি

Jalpaiguri

এদিনের প্রচার অভিযানে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, রাজগঞ্জ এর বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। -তথ্য: প্রদ্যুৎ দাস  

7/7

ভোট প্রচারের ফাঁকে

During the election campaign

ভোট প্রচারের ফাঁকে সাংসদ ইউসুফ পাঠান ফলাফল প্রসঙ্গে বলেন, যেভাবে সারা বছর ধরে তৃণমূল কর্মীরা মানুষের সঙ্গে থেকে কাজ করেন সেই কারণে এই কেন্দ্রে জয়প্রকাশ টোপ্পোর জয় নিশ্চিত। -তথ্য: প্রদ্যুৎ দাস