কোয়ারেন্টাইন ফেরত ৫৪ বিদেশি তবলিঘিকে জেলে পাঠাল আদিত্যনাথ সরকার
Apr 21, 2020, 19:26 PM IST
1/5
1
তবিলিঘি জামাতের ৫৪ বিদেশি সদস্যকে আপাতত পাঠানো হচ্ছে জেলে। এমনটাই নির্দেশ দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস।
2/5
4
রাজ্যের শাহারানপুরে ছিলেন ওইসব বিদেশি নাগরিকরা। এতদিন তারা ছিলেন কোয়ারেন্টাইনে। সেই পর্ব শেষ হওয়ায় তাদের এবার পাঠানো হচ্ছে অস্থায়ী জেলে। এর পরেও রয়েছে আরও ১২ জন। তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ এখনও শেষ হয়নি। তা শেষ হলেই তাদের নিয়ে কোনও নতুন নির্দেশ দেবে সরকার। আপাতত তারা রয়েছেন দেওবন্দে।
photos
TRENDING NOW
3/5
3
উল্লেখ্য, গত মাসে দিল্লির নিজামুদ্দিনে কয়েক হাজার ভারতীয় এবং কয়েকশো বিদেশি তবলিঘি জামাতে যোগ দেন। জামাত শেষে তারা ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। এখনও পর্যন্ত সেইসব জামাতি ও তাদের সংস্পর্শে আসা ২৫,০০০ লোককে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
4/5
4
এদের চিনিয়ে দিতে পারলে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।
5/5
5
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ১৮,০০০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৯০ জনের। ৩,২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।