করোনা পজিটিভ বাড়ির আরও ৪ জন, হোম কোয়ারেন্টিনে দিলীপ ঘোষ
Aug 26, 2020, 20:43 PM IST
1/6
রাজ্যে সংগঠন নিয়ে চাপ, তার ওপরে ঘাড়ে এসে পড়ল করোনা। বড়সড় ঝামেলায় পড়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বাড়ির আরও চারজনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এল।- তথ্য-অঞ্জন রায়
2/6
সম্প্রতি, দিলীপবাবুর বাড়ির এক পরিচারকের জ্বর হয়েছিল। করোনা টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্য পুলিসের দুই কর্মী যাঁরা দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও করোনা পজিটিভ। এছাড়াও কোভিড পজিটিভ হয়েছেন আরও একজন গাড়ির চালক। - তথ্য-অঞ্জন রায়
photos
TRENDING NOW
3/6
যে চালক কোভিড পজিটিভ হয়েছেন তিনি দিলীপবাবুর গাড়ির চালক নন। দলের রাজ্য সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের গাড়ি চালান তিনি। সুব্রতবাবু থাকেন রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে। - তথ্য-অঞ্জন রায়
4/6
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন দিলীপ ঘোষের গাড়ির চালক ও সিআইএসএফ এর দুই জওয়ান। আক্রান্তরা সকলেই রাজারহাটে দিলীপবাবুর বাড়িতে থাকতেন। সেই কারণেই একজনের থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। - তথ্য-অঞ্জন রায়
5/6
প্রসঙ্গত, প্রথম তিনজন আক্রান্ত হওয়ার পর তাদের সংস্পর্শে থাকা বাকিদের পরীক্ষা করাতে বলা হয়েছিল। সেই পরীক্ষার পরই আরও চারজনের কোভিড পজেটিভ হল। তবে নতুন চারজনের মধ্যে কেবলমাত্র পরিচারকের জ্বর ছিল। বাকিদের কোনও উপসর্গ ছিল না। ওই চারজনই বর্তমানে রাজারহাটের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। - তথ্য-অঞ্জন রায়
6/6
এদিকে, দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন। সাবধানতার জন্য নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন। কোনও উপসর্গ দেখা দেয়নি বলে কোভিড পরীক্ষা দিলীপবাবু এখনও করেননি। তবে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন। প্রত্যেকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও ফোনে যোগাযোগ রাখছেন। - তথ্য-অঞ্জন রায়