1/11
01
গোটা দুনিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭,৭৪০,৫০৫ জন। মৃত্যু হয়েছে ৪,২৮,৩৪২ জনের। সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। তার পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, ব্রিটেন, স্পেন, ইটালির মতো দেশ। লক্ষ্যনীয় বিষয় হল ভয়ঙ্কর এই ভাইরাস ছেড়ে কথা বলেনি নিরাপত্তার ঘেরাটোপে থাকা রাজনীতিবিদদেরও। দেখে নিন দুনিয়ায় যেসব রাজনীতিবিদ কোভিড পজিটিভ হয়েছে তাদের তালিকা।
2/11
1
ব্রিটেন: ঘেরাটোপের মধ্যে থেকেও করোনা থেকে রেহাই পাননি ব্রিটেনের প্রিন্স চার্লস। গত ২৫ মার্চ তাঁর কোভিড পজিটিভ আসে। ১২ মার্চ তিনি দেখা করেছিলেন মা এলিজাবেথ-২ এর সঙ্গে। তাঁকেও নিজের প্রাসাদ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১ এপ্রিল কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে চার্লসের। কোভিড আক্রান্ত হন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর নিয়ে চিন্তায় পড়ে যায় গোটা দেশে। শেষপর্যন্ত ২৭ মার্চ তারঁ করোনা টেস্টের ফল নেগেটিভ আসে। পরে ২৯ মার্চ তিনি ফের কাজ যোগ দেন। সংবাদমাধ্যমের খবর করোনা পজিটিভ রোগীর সঙ্গে হাত মিলিয়েছিলেন বরিস জনসন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস ও স্বাস্থ্য সচিব ম্যাথু হ্যানককও করোনা আক্রান্ত হন।
photos
TRENDING NOW
3/11
2
4/11
3
5/11
4
6/11
5
7/11
6
8/11
7
10/11
9
11/11
10
photos