অন্ধ্র-তামিলনাড়ু-পুদুচেরিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, সতর্কতা আবহাওয়া দফতরের

Apr 27, 2019, 08:12 AM IST
1/5

S 5

S 5

অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এমনই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

2/5

S 4

S 4

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। সেটি আরও শক্তিশালী হয়ে আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

3/5

S 3

S 3

আবহাওয়া দফতরের মতে শুক্রবার গভীর রাতে ওই নিম্নচাপ বলয়টি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ১০৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। চেন্নাই থেকে এটি রয়েছে ১৪৪০ কিলোমিটার দূরে। ২৪ ঘণ্টার মধ্যে এটি শক্তি বৃদ্ধি করতে পারে।

4/5

S 2

S 2

উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র উপকূলে এটি আছড়ে পড়তে পারে ৩০ এপ্রিল সন্ধে নাগাদ।

5/5

s 1

s 1

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সপ্তাহে ওই তিন রাজ্যে ৩৫-৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুদুচেরি, তামিলনাড়ু সরকার।