7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, ফের বাড়তে চলেছে ডিএ! জেনে নিন, কত...

7th Pay Commission: পুজোর আগেই সুখবর। বাড়ছে ডিএ। 'ডিয়ারনেস অ্যালোয়েন্স'। মহার্ঘ ভাতা।

| Sep 12, 2024, 19:24 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগেই সুখবর। বাড়ছে ডিএ। ডিএ হল 'ডিয়ারনেস অ্যালোয়েন্স'। মহার্ঘ ভাতা। এই ডিএ নিয়ে কী কেন্দ্রীয়, কী রাজ্যের-- উভয় সরকারি কর্মচারীদেরই তীব্র আগ্রহ থাকে।

1/6

সপ্তম পে কমিশনের আওতায়

তবে, এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। তাঁদের জন্য খুশির খবর। সপ্তম পে কমিশনের আওতায় বছরে দু'বার তাঁদের মূল বেতন এবং ডিএ বাড়বে। সাধারণত, মার্চ এবং অক্টোবর মাসে এই ঘোষণা করা হয়। 

2/6

সেপ্টেম্বরই ঘোষণা

তবে, এবার খুশির খবর হল চলতি বছরে এই সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

3/6

৫৩ শতাংশ

জানুয়ারি থেকে জুন-- ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছে কেন্দ্র।  চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল ৪ শতাংশ।

4/6

আগামী ২৫ সেপ্টেম্বরে

জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর ক্যাবিনেটের বৈঠক রয়েছে। এর পরেই ঘোষণা হবে ডিএ। যাদের মাসে মাইনে ৫০ হাজার টাকা তাঁদের বাড়বে ১৫০০ টাকা করে। যদি সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা হয়ে যায়, তবে অক্টোবর মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন ডিএ পাবেন।

5/6

সবমিলিয়ে এখন ৫৩

এবার ৩ শতাংশ হারে বেড়েছে ডিএ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফলে সবমিলিয়ে এখন ৫৩ শতাংশ ডিএ মিলবে! 

6/6

চওড়া হাসি

ফলে, পুজোর আগে খুব স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি।