সামনেই জি২০ বৈঠক! দেখুন, কেমন সেজে উঠেছে দিল্লি মহানগরী...

G20 Summit 2023 in Delhi: আর কদিন পরেই ১৮তম জি২০ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষনেতৃত্ব বা শীর্ষ প্রতিনিধিদল এখানে আসবেন। ফলে দিল্লি শহরকে ঢেলে সাজানো হচ্ছে।

| Sep 05, 2023, 16:25 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কদিন পরেই ১৮তম জি২০ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষনেতৃত্ব বা শীর্ষ প্রতিনিধিদল এখানে আসবেন। ফলে দিল্লি শহরকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, রাজধানীর ৬৬টি রাস্তা এজন্য সাজানো হয়েছে। সুসজ্জিত করে তোলা হয়েছে রাস্তাঘাট। করা হয়েছে ওয়াল পেইন্টিং। রাস্তার নানা জায়গায় ঝরনাধারা স্থাপন করা হয়েছে, স্থাপন করা হয়েছে নানা মূর্তি। রাস্তার ধারে রাখা হয়েছে ফুলদানি। 

1/6

দেওয়ালে ছবি

কোথাও নির্মীয়মাণ ফ্লাইওভারের দেওয়ালে আঁকা হয়েছে বর্ণময় সব ছবি।  

2/6

ঝরনাধারা

কোথাও ফাউন্টেন ইনস্টল করা হয়েছে। আর চারপাশে লাগিয়ে দেওয়া হয়েছে পতাকা। 

3/6

রঞ্জিত স্ট্রিটওয়াল

পূর্ব দিল্লির ময়ূরবিহারের রাস্তায় স্ট্রিটওয়াল রঞ্জিত করা হয়েছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নানা বিভঙ্গ দিয়ে।  

4/6

সৌন্দর্যায়ন

শহরের যেসব রাস্তাঘাটে এইরকম সৌন্দর্যায়ন করা হয়েছে বেশিরভাগই বিমানবন্দরমুখী। 

5/6

শহরে বিদেশি প্রতিনিধি

এইসব রাস্তাঘাট ধরে আর দুদিন পর থেকেই শহরে ঢুকতে থাকবেন বিদেশি প্রতিনিধিদল।  

6/6

ভারতীয়ত্বের আস্বাদ

জি২০ মহাবৈঠকের আগেই তাঁরা শহরের সৌন্দর্যের মধ্যে দিয়ে কিছুটা হলেও ভারতীয়ত্বের আস্বাদ পাবেন।