ঝড়ের সংকেত! ফের কি ভয়াবহ বৃষ্টিতে ভাসবে রাজ্য? উপকূলে সতর্কতা...

West Bengal Weather Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের অভিমুখ উত্তর ওডিশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। তবে নিম্নচাপের জেরে আগামী তিন দিন ধরে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

| Sep 19, 2023, 18:49 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূল-লাগোয়া। এই নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ওডিশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড। নিম্নচাপরেখাটি সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসছে না। তবে এই নিম্নচাপের জেরে আজ মঙ্গলবার ১৯ তারিখ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (তথ্য: সন্দীপ প্রামাণিক)

1/7

উপকূলে বৃষ্টি

আজ, মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে।  

2/7

বৃষ্টি হবে

অর্থাৎ, বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। 

3/7

কিছুকাংশে ভারী বৃষ্টি

পরবর্তী ক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলিতে অর্থাৎ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছুকাংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 

4/7

হালকা থেকে মাঝারি বৃষ্টি

উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি, ২৪ ঘণ্টা পর থেকেই বৃষ্টি একটু বাড়বে। 

5/7

উত্তরবঙ্গে

বিশেষ করে ২১ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই। 

6/7

বৃষ্টির সতর্কতা

সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে উত্তরবঙ্গে।

7/7

মৎস্যজীবীদের নিষেধ

আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।