'শিখো হিন্দি, চলো দিল্লি', লোকসভা ভোটের আগে হিন্দি শিখছেন ডেরেক

Feb 07, 2019, 23:41 PM IST
1/5

লোকসভা ভোটে ১৪টি রাজ্যে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল। আর সে কারণে হিন্দি ভাষার উপরে জোর দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, ক্লাস নিতেও শুরু করে দিয়েছেন কুইজ মাস্টার তথা তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন।     

2/5

ইদানীং বাংলা ও ইংরেজি ছেড়ে হিন্দিতেই নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন ডেরেক ও'ব্রায়েন। হিন্দিতে সড়গড় হতেই এই সিদ্ধান্ত।

3/5

ডেরেকের কথায়, ''শেখার কোনও বয়স নেই। আমাকে হিন্দিতে দক্ষ হতে হবে। এজন্য কঠোর পরিশ্রম করছি''।  

4/5

ডেরেককে সহযোগিতা করছেন সপার সাংসদ রামগোপাল যাদব। অন্য তৃণমূল সাংসদরাও হিন্দি শেখায় জোর দিয়েছেন।

5/5

১৪টি রাজ্যে এবার প্রার্থী দিতে চলেছে তৃণমূল। সেখানে প্রচারে গেলে হিন্দিতে ভাষণ দিতে হবে। বিশেষত গোবলয়কে নিশানা করেছে তৃণমূল। ব্রিগেড সমাবেশে তৃণমূল নেত্রীকেও হিন্দিতে ভাষণ দিতে দেখা গিয়েছিল। হিন্দিতে মাঝেমধ্যে টুইটও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।