গিনেস বুকে কুম্ভমেলা

Mar 04, 2019, 18:20 PM IST
1/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_1

আজই শেষ হচ্ছে কুম্ভ। মহাশিবরাত্রি উপলক্ষে ‘শাহি স্নান’-ই এ বারের কুম্ভে শেষ পুণ্য স্নান।

2/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_2

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এ বারের কুম্ভ আয়োজন অন্য মাত্রা পেয়েছে।

3/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_3

শুধুই পুণ্যার্থী সংখ্যায় নয় স্বচ্ছ পরিবেশ এবং শৌচালয় ব্যবস্থায় নজির তৈরি করেছে এ বারের কুম্ভ।

4/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_4

পাশাপাশি, প্রয়াগরাজ্যের বিভিন্ন জায়গায় ভারতীয় সংস্কৃতি নিয়ে অঙ্কনচিত্রও মন কেড়েছে পুণ্যার্থীদের।

5/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_5

পুণ্যার্থীর সংখ্যা, পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত শৌচব্যবস্থা এবং অঙ্কনচিত্র বিষয় গিনেস বুকে জায়গা করে নেয় বলে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তরফে জানানো হয়েছে।

6/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_6

মন্ত্রক তরফে আরও জানানো হয়, কুম্ভে শৌচ ব্যবস্থা পরিস্কার রাখতে প্রায় ১০ হাজার কর্মী কাজ করেছেন। এক সঙ্গে ৫০০ বাসের প্যারেড নজিরবিহীন। যা গিনেস বুকেও জায়গা করে নেয়।

7/7

গিনেস বুকে কুম্ভমেলা

Guinness_7

কেন্দ্রের আরও দাবি, এ বারের কুম্ভে ২২ কোটি পুণ্যার্থী সমবেত হয়েছেন।