Digital Condom: যৌন-গোপনীয়তা রক্ষা করবে, যৌনতার সময়ে থামিয়ে দেবে আপনার চারপাশে ঘটা অবাঞ্ছিত ব্যাপারস্যাপার...
Digital Condom App: একটি অভূতপূর্ব অ্যাপ। নাম-- 'ক্যামডম'। 'নন-কনসেনসুয়াল রেকর্ডিংস ডিউরিং প্রাইভেট মোমেন্টস'-এর ক্ষেত্রে সুরক্ষা আরোপ করবে এটা। সংক্ষেপে একে বলা হচ্ছে 'ডিজিটাল কন্ডোম'!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার চলে এল যৌনতায় সুরক্ষা। না, সামান্য ভুল হল। ঠিক সরাসরি যৌনতায় নয়, ইচ্ছার বিরুদ্ধে যৌনতার রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই সুরক্ষা। মানে, কারও যৌন-আচরণের অবাঞ্ছিত প্রকাশে সুরক্ষাকবচ আরোপ। একটি জার্মান কোম্পানি এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। আসলে এটি একটি অ্যাপ। ডিজিটাল কন্ডোম অ্যাপ! নাম-- 'ক্যামডম'। 'নন-কনসেনসুয়াল রেকর্ডিংস ডিউরিং প্রাইভেট মোমেন্টসে'র ক্ষেত্রে সুরক্ষা আরোপ করবে এই প্রযুক্তি।
1/6
'ক্যামডম'
!['ক্যামডম'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502191-digi-1.png)
আদতে এটি একটি অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন। অন্তরঙ্গ মুহূর্তের সময় অসম্মতিমূলক রেকর্ডিংয়ের মোকাবিলা করার জন্যই এই অ্যাপ। বিষয়টিকে সংক্ষেপে বলা হচ্ছে ডিজিটাল কন্ডোম! এই ইনোভেটিভ অ্যাপটি 'সেক্সুয়াল হেল্থ অ্যাওয়ারনেসে'র অংশ। এর অর্থ, যৌনতায় এবার ডিজিটাল সিকিউরিটি। 'বিলি বয়' নামের একটি জার্মান যৌনস্বাস্থ্য সংস্থার নতুন উদ্ভাবন এই 'ক্যামডম' (CAMDOM)। একে বলা হচ্ছে 'ডিজিটাল কন্ডোম'। সাধারণ কন্ডোমের থেকে অনেকটাই আলাদা এটা। কন্ডোম যেমন সুরক্ষিত যৌনতা নিশ্চিত করে, 'ক্যামডম' তেমনই যৌন গোপনীয়তা রক্ষা করাটা নিশ্চিত করে, গোপন মুহূর্ত রেকর্ড হওয়া থামায়।
2/6
সঙ্গমের সময়ে
![সঙ্গমের সময়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502190-digi-2.png)
সঙ্গমের সময় স্মার্টফোনগুলিকে অডিয়ো বা ভিডিয়ো রেকর্ড করা থেকে বিরত রাখে এই অ্যাপ। যৌন-গোপনীয়তা রক্ষা করাটা এখন এক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেরই হাতে স্মার্টফোন ক্যামেরা। অনেকেই তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিয়ো রেকর্ড করেন। অনেক ক্ষেত্রে গোপন মুহূর্তের ছবি-ভিডিয়ো রেকর্ড করার ক্ষেত্রে দুই জনেরই সম্মতি থাকে, অনেক ক্ষেত্রে অজান্তেই সেসব রেকর্ড হয়ে যায় অন্য কারও মোবাইল ক্যামেরায়।
photos
TRENDING NOW
3/6
শান্তিতে যৌনতা
![শান্তিতে যৌনতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502189-digi-3.png)
4/6
সুরক্ষা
![সুরক্ষা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502188-digi-4.png)
5/6
রিভেঞ্জ পর্নের মোকাবিলা
![রিভেঞ্জ পর্নের মোকাবিলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502186-digi-5.png)
6/6
কন্ডোমের মতোই সহজ!
![কন্ডোমের মতোই সহজ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/06/502185-digi-6.png)
'ক্যামডমে'র ট্যাগলাইনটাও খুব ইন্টারেস্টিং-- 'এটি বাস্তব কন্ডোম ব্যবহার করার মতোই সহজ'! অ্যাপটির ডেভেলপার বলেছেন, আজকাল স্মার্টফোনগুলি আমাদের শরীরেরই সম্প্রসারিত অঙ্গ হয়ে উঠেছে যেন। আমরা এগুলিতে প্রচুর সংবেদনশীল ও জরুরি গোপন ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করি। তাই কাউকে অসম্মতিমূলক রেকর্ডিং থেকে রক্ষা করতে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। ব্লুটুথের মাধ্যমে এটি আপনার সঙ্গীর ক্যামেরা এবং মাইক ব্লক করতে পারে।
photos