Road Accident: কুম্ভে পুণ্যস্নান করে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ৪৮ বাঙালি...

Maha Kumbh 2025: মহাকুম্ভে স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যাবে। এই আশাতেই কোটি কোটি মানুষ প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন। ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনার শিকার ৪৮ পুণ্যার্থী। 

Feb 14, 2025, 17:23 PM IST
1/6

মনোরঞ্জন মিশ্র: প্রয়াগরাজের কুম্ভ মেলায় পুণ্য স্নান করে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। 

2/6

শুক্রবার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বারাণসীর জৌনপুর হাইওয়েতে বাবাতপুর এয়ারপোর্টের কাছে। ঘটনায় গুরুতর আহত পুরুলিয়ার দুই পুণ্যার্থী। 

3/6

পুরুলিয়ার আড়শার ফসকো গ্রাম থেকে একটি বাসে ৪৮ জন পুণ্যার্থী কুম্ভ মেলায় গিয়েছিলেন।   

4/6

ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জৌনপুর হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় বাসটির।   

5/6

দুই পুণ্যার্থীর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের বাদাগাঁও বানসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

6/6

তাঁদের নাম মলিন্দ মাঝি ও রম্ভাবতী মাঝি। দুর্ঘটনায় বাসটির অবস্থা বেহাল হয়ে পড়ায় অপর একটি বাসে পুণ্যার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।