WB Weather Update: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কিছুদিনেই ভাসবে...

West Bengal Weather: পূর্বাভাস অনুয়ায়ী রাজ্য জুড়ে ফের একবার দুদিনের জন্য পারদ পতন। এক রাতে ৬ ডিগ্রি পারদ পতন কলকাতায়। এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের।

Feb 14, 2025, 16:48 PM IST
1/5

সন্দীপ প্রামাণিক: আগামী ১৯ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া বিক্ষিপ্ত বৃষ্টি এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

2/5

পাশাপাশি ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী দুদিন কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন কুড়ির নিচে থাকবে।  

3/5

মূলত বৃষ্টির কারণ বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপর। এছাড়া আগামী দু'দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না এই একই রকম থাকবে। 

4/5

দুদিন পর থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণবাতের জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে তাই তাপমাত্রা বাড়বে দুদিন পর থেকে।

5/5

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে আবার ১৮ তারিখ পর্যন্ত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না।