PM Modi | Indians Deportation: '...আইনি অধিকার নেই! ভারত প্রস্তুত,' ট্রাম্পকে পাশে নিয়েই বড় কথা বলে দিলেন মোদী...

PM Modi on Indians Deportation from US: প্রথম দফায় আমেরিকা যেসব ভারতীয়দের ফেরত পাঠায়, তাঁদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 

Feb 14, 2025, 14:29 PM IST
1/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার মাটিতে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে মার্কিন মুলুক থেকে সেনা বিমানে ভারতে ফেরতও পাঠিয়েছে আমেরিকা।   

2/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

সেইসব ভারতীয়দের ট্রাম্প প্রশাসন হাতে হাতকড়া, পায়ে শিকল বেঁধে বিমানে তোলে বলে অভিযোগ। এই নিয়ে সংসদে বিতর্কও হয়। উল্লেখ্য, মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যটা প্রায় সাড়ে ৭ লাখ।   

3/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

তবে মার্কিন মুলুকে উপযুক্ত নথি ছাড়া অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত ট্রাম্প সরকার নিয়েছে, তাদের ফেরত নিতে ভারত প্রস্তুত বলে ট্রাম্পকে পাশে নিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

4/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

মোদী বলেন, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত নিতে প্রস্তুত ভারত। মোদী দাবি করেন, উপযুক্ত নথি ছাড়া যারা অবৈধভাবে আছেন, তাঁদের সেই সব দেশে থাকার আইনি অধিকার নেই।   

5/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

পাশাপাশি তাঁরা মানবপাচার চক্রে জড়িত বলেও দাবি করেন তিনি। তাই এই চক্র ভাঙার কাজে ট্রাম্প ভারতকে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।   

6/6

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী বললেন...

PM Modi on Indians Deportation from US

জানা গিয়েছে, প্রথম দফায় আমেরিকা যেসব ভারতীয়দের ফেরত পাঠায়, তাঁদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাকিরা বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন।