Dilip Ghosh | Sandeshkhali: 'স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, সিএএ লাগু হবে', ইকোপার্কে জানালেন দিলীপ ঘোষ
বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সেখানেই সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন তিনি।
1/5
কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইডির হানা
![কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইডির হানা কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইডির হানা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/28/462216-dilip-3.png)
দেখুন বহু তথ্য বেরোচ্ছে যাদেরকে ইডি এরেস্ট করছে। তাদের কাছ থেকে তথ্য আসছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তা বহু ছড়িয়ে পড়েছে। শাজাহানের ওখান থেকে কাগজপত্র পাওয়া গেছে তার টাকা কোথায় কোথায় খাটতো। যারা পার্টির মধ্যে নেই যাদেরকে লোকে চেনে না এরকম বহু লোক এর সঙ্গে যুক্ত রয়েছে। যখন তার টান পড়ছে সব বেরোচ্ছে। এই হানা আরও বাড়বে। কারণ যত তথ্য আসবে তার থেকে আরও তথ্য বাড়বে।
2/5
জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়কের
![জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়কের জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়কের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/28/462214-dilip-6.png)
জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক। শেখ শাহজাহানকে গ্রেফতার করলে মমতা, অভিষেকের নাম আসতে পারে, তাই আড়াল। দিলীপ ঘোষ বলেন, 'আমাদেরও তাই মনে হচ্ছে তাদের বাঁচিয়ে রাখার কারণ একটাই তারা যদি ইডির হতে যায় অনেক কিছু বেরিয়ে আসবে। যারা এর বিরোধিতা করছেন প্রতিরোধ করছেন তাদেরকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে। না হলে প্রাক্তন এমলএ-কে অ্যারেস্ট করার কোনও কারণ ছিল না'।
photos
TRENDING NOW
3/5
লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ!
![লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ! লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/28/462212-dilip-5.png)
লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ! নির্বাচনী বিধি লাগুর আগেই যে কোনও মুহূর্তে কার্যকর নাগরিকত্ব আইন। খবর সংবাদ সংস্থা সূত্রে। ভোটের আগে বুলডোজার চালিয়ে আইন কার্যকর। তোপ তৃণমূলের। এই প্রসঙ্গে দিলীপ বলেন, 'গৃহমন্ত্রী বলেছেন যথা সময়ে সিএএ আগে হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন। পুরো তৈরি করেছেন। তার ওপর ভরসা রাখা উচিত। উনি যখন বলেছেন লাগু হবে। কবে লাগু হবে সময় বলে দেবে'।
4/5
কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান?
![কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/28/462210-dilip-1.png)
কুনাল ঘোষ বলারকে যে ১০ দিনে ধরবে, সাত দিনে ধরবে। উনি কী পুলিস অফিসার, নাকি উনি ডিজি না আইজি। রাজীব কুমার কী বলেছেন দশ দিনে ধরে দেবেন। ওখানকার স্থানীয় মহিলারা পুলিসকে চুরি খুলে বলছেন নিন এটা পড়ে নিন আর আমাদের সুযোগ দিন দুদিনের মধ্যে আমরা ধরে দেব। কিন্তু পুলিস তো বলছেন না, ক'দিনে ধরে দেবে। মমতা ব্যানার্জি চাইছেন না শাহজাহান আটক হোক। হাতে আসুক পুলিসের। তাহলে অনেকের নাম আসবে খুলে যাবে সমস্ত পোল।
5/5
হাইকোর্টে ধাক্কা পুলিসের, ১৭ দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত নিরাপদ সর্দার
![হাইকোর্টে ধাক্কা পুলিসের, ১৭ দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত নিরাপদ সর্দার হাইকোর্টে ধাক্কা পুলিসের, ১৭ দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত নিরাপদ সর্দার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/28/462208-dilip-8.png)
photos