1/5
ভবানীপুরের ঘটনায় কী বললেন দিলীপ ঘোষ?
ভবানীপুরের ঘটনার বিষয় দিলীপ ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর কাছে ঘটেছে ঘটনা। তার বাড়িতে ১০০ পুলিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর সামনে ৫০ পুলিস দাঁড়িয়ে থাকে। তাও এরকম ঘটনা। এরা বহিরাগত বলে কি বাঁচার অধিকার নেই? এতদিন বিজেপির লোককে মারা হত। এখন পাবলিককে মারা হচ্ছে। ভাইপোর এলাকায় পেট্রোল পাম্পে পুলিশের সাব ইনসপেক্টরকে খুন করে ফেলে রাখা হয়েছে। পুলিস বুঝতেই পারছে না। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
2/5
আলিপুরদুযারের সভা প্রসঙ্গে কী বললেন দিলীপ?
আলিপুরদুযারের সভার বিষয় তিনি বলেন, সভায় এসে বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। মমতা খুব লাইভ ছবি তুললেন। জল খাওয়ালেন। ১১ বছরের কিশোরী পলিটিক্যাল মিটিং-এ এল কেন? তার মানে ছাত্র ছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। সবুজ সাথীর সাইকেল পেয়েছে বলে তাকেও আসতে হবে? তাঁর দাবি মরুক বাঁচুক সবাইকে আসতে হবে? মা, পরিবার বাচ্চা, সবাইকে আসতে হচ্ছে। কারণ সবুজ সাথী অথবা লক্ষীর ভাণ্ডার পেয়েছে। জল খাইয়ে সিমপ্যাথি তৈরি করছেন। এটা নাটকবাজি।
photos
TRENDING NOW
3/5
কেকে প্রসঙ্গে দিলীপ
4/5
কী বললেন রোদ্দুর রায় প্রসঙ্গে?
5/5
পঞ্চায়েত ভোট প্রসঙ্গে
photos