1/5
S 5
![S 5 S 5](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152423-11.jpg)
2/5
S 4
![S 4 S 4](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152420-2.jpg)
সুপ্রিম কোর্টের নির্দেশে সবরীমালায় ১০-৫০ বছরের মহিলাদের প্রবেশ অবাধ করা হয়েছে। তার পরেই সমস্যার শুরু। মহিলাদের সেখানে ঢুকতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বহু আয়াপ্পা ভক্ত। তাঁদের দাবি রজঃশীলা মহিলারা আয়াপ্পার মন্দির চত্বরে পা রাখলে মন্দির অশুচি হবে। এবার সাংবাদিকদেরও সেই হুমকি দেওয়া হল। গতমাসে এক মাহিলা সাংবাদিক সেখানে ঢোকার চেষ্টা করেও বাধা পেয়ে ফিরে আসেন।
photos
TRENDING NOW
3/5
S 3
![S 3 S 3](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152419-3.jpg)
বিভিন্ন সংবাদপত্র দফতরে চিঠি পাঠিয়েছে বিক্ষোভকারীদের একটি যৌথ সমিতি। সবরীমালা কর্মসমিতি নামে ওই সংগঠনে রয়েছে ভিএইচপি ও হিন্দু আকিয়াভেদির মতো সংগঠন হিন্দুত্ববাদী সংগঠনও। সেখানে বলা হয়েছে ১০-৫০ বছরের কোনও মহিলা সাংবাদিক হলেও মন্দিরে ঢুকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিত হতে পারে। ভক্তদের সমর্থন বা বিরোধ করার অধিকার আপনাদের রয়েছে। তবে আপনারা এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যা মন্দিরের পরিস্থিতি আরও খারাপ করতে পারে।
4/5
S 2
![S 2 S 2](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152418-4.jpg)
গত মাস থেকেই সবরীমালায় সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সবরীমালা কর্মসমিতি-র নেতৃত্বে বেশ কয়েকটি হিন্দু সংগঠন। অক্টোবরে ৫ দিনের জন্য খোলা হয় সবরীমালা মন্দির। তখন সেখানে এক মহিলা সাংবাদিককেও ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিস ওই সাংবাদিককে হেলমেট পরিয়ে নিয়ে গেলও শেষ পর্যন্ত ঢুকতে পেরে ফিরে আসেন। মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের দরজা খুলতে অস্বীকার করেন।
5/5
s 1
![s 1 s 1](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152417-5.jpg)
photos