জুটল 'মিথ্যেবাদী প্রেসিডেন্টে'র তকমা, ৩০,৫৭৩ বার ভুয়ো দাবি ট্রাম্পের
Jan 24, 2021, 10:59 AM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: সেনেটে ডোনাল্ড ট্রাম্পের অমপিচমেন্টের শুনানি পিছিয়েছে। তারই আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের নামের সঙ্গে উঠে জুড়ল 'মিথ্যেবাদী প্রেসিডেন্টে'।
2/7
জানা গিয়েছে, চার বছরে ৩০, ৫৭৩ বার মিথ্যে অযৌক্তিক দাবি করেছেন তিনি।
photos
TRENDING NOW
3/7
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকেই বিশ্বজুড়ে সুখ্যাতি হারিয়েছিল ট্রাম্প। ভোটের আগেই একাধিক ভুঁয়ো দাবি করেন তিনি।
4/7
সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’স্পষ্ট জানিয়েছেন, তারা শপথ নেওয়ার পর ১০০ দিনের রেকর্ড রাখতে শুরু করে। পরে পাঠকদের অনুরোধে প্রেসিডেন্ট থাকাকালীন গোটা সময়ের রেকর্ড রাখা হয়।
5/7
এরপর, ‘ফ্যাক্ট চেক টিম’তৈরি করা হয়। কোন দাবি সত্যি আর কোনটা মিথ্যে তা নিয়ে একটি পরিসংখ্যান তৈরি হয়। হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় ফ্যাক্ট চেকিং।
6/7
যেখানে দেখা যায়, নিত্যদিন মিথ্যে বলতে বলতে তিন বছরে ২০ হাজার রেকর্ড করেন। মূলত, টুইটার ও জনসভাতেই বেশি মিথ্যে অযৌক্তিক দাবি করেছেন বলে উল্লেখ আছে ওয়াশিংটন পোস্টে।
7/7
প্রতিবেদনে উল্লেখ আছে, করোনা মহামারীর সময়ে অক্টোবর মাসে চার হাজার মিথ্যে দাবি করেন। অর্থাৎ গড় পরিসংখ্যান বলছে, দিনে দেড়শোর বেশি মিথ্যা কথা বলেছেন।