এক মিনিটে ছুঁড়বে সাতশো বুলেট! DRDO-র ঘাতক অস্ত্র এবার উঠবে ভারতীয় সেনার হাতে
Dec 26, 2020, 13:46 PM IST
1/7
প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ভারতের। গত কয়েক বছরে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
2/7
DRDO ভারতের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আর এবার DRDO-র তৈরি বিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন দেশের সেনাবাহিনীর হাতে ওঠার জন্য তৈরি।
photos
TRENDING NOW
3/7
এক মিনিটে সাতশো বুলেট ছুঁড়তে পারবে এই কার্বাইন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। শত্রুবিনাশে এই কার্বাইন বড় ভূমিকা নিতে পারে।
4/7
Joint venture protective carbine নাম দেওয়া হয়েছে এটির।
5/7
পুরনো নাইন এমএম কার্বাইন-এর জায়গায় সেনাকে এই বিশেষ অস্ত্র দেওয়া হবে। CRPF ও BSF-এর জওয়ানদের হাতেও এই অস্ত্র উঠবে কি না, সেই ব্যাপারে এখনও কিছু খোলসা করে বলা হয়নি।
6/7
DRDO-র পুণে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অস্ত্র বানিয়েছে। অনেক আগেই Ministry of Home Affairs-এর ট্রায়াল পাশ করেছে এই কার্বাইন।
7/7
এটি গ্যাসচালিত সেমি অটোমেটিক 5.56 x 30 হাতিয়ার। কার্বাইন ব্যারেল রাইফেলস-এর থেকে আকারে ছোট হয়। তবে শক্তি অনেক বেশি।