ট্রামে বসেই দুর্গা পুজোর মজা

Oct 11, 2020, 12:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সপ্তমী এবং নবমী, বিশেষ পুজো ট্রামে। ধীর গতিতে শহরের বিভিন্ন পূজোয় পৌঁছে দেবে আপনাকে।পথে থাকছে বিভিন্ন ল্যান্ডমার্ক। টিফিন নিয়েই যাতায়াত করতে পারেন। যদি একঘেঁয়ে লাগে নিজের ফোনেই কাটিয়ে নেবেন সময়। ট্রামের মধ্যে থাকছে ওয়াইফাই ব্যবস্থা।

2/5

তবে আপনার জ্বর নেই তার নিশ্চয়তা দিয়েই ট্রামে উঠতে পারবেন। আপনার যাতায়াতের পথে পছন্দসই গান বাজবে ট্রামে। 

3/5

একটি বিশেষ গাইড আপনাকে এই ট্রাম রুটে শহরের আশেপাশে কোথায় কোন পুজো হচ্ছে তা জানিয়ে দেবে।

4/5

আমরা শহরের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি দূর্গা পুজোয়।মাস্ক নেই এমন কাউকে ট্রামে উঠতে দেওয়া হবে না। আমাদের সমস্ত পরিবহণের মতো ট্রামেও যথাযথ স্যানিটাইজেশন করা হবে।

5/5

দয়া করে মনে রাখবেন, "মা এবং মাস্ক। এই পূজায় আমাদের দু'জনকেই দরকার।" আপনার স্লট বুক করুন।