1/9
আমতার তাজপুরের পুজো
2/9
রায় বাড়ি, ভট্টাচার্য বাড়ি
photos
TRENDING NOW
3/9
পাঁচশো বছরের পুজো
4/9
জমিদারবাড়ি
জমিদারবাড়ির ঠাকুর দালানে অনুষ্ঠিত হয় পুজো। এস্টেটের আয় দিয়েই হয় দুর্গা-সহ জগদ্ধাত্রী, কালী, লক্ষ্মী পুজো, রথযাত্রার অনুষ্ঠান। পরিবারের সদস্য মানস রায় জানান, ভট্টাচার্য বাড়ি তাঁদের গুরু পরিবার। প্রায় একই সময় শুরু দুই পরিবারের পুজো। শুরু থেকেই মেলবন্ধন। আগে পুজোর সময় বাড়িতে যাত্রা, থিয়েটারের আসর বসত। সারা গ্রামকে খাওয়ানো হত, নতুন জামা কাপড় বিতরণ করা হত। বহু বছর আগে এখানে মোষ বলি হত। এখন আর্থিক সমস্যা রয়েছে। জৌলুসও অনেকটা কমেছে।
5/9
প্রাচীন
6/9
রায় গুণাকর
7/9
ডাকাত
কথিত আছে, এই বাড়িতে ডাকাতি করতে আসা ডাকাতদল দৈববলে অন্ধ হয়ে সারারাত এই বাড়ির চৌহদ্দিতেই পড়েছিল। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে আর পালাতে পারে না তারা। ধরা পড়ে যায়। তখন ডাকাতেরা পরিবারের লোকজনদের কাছে সব স্বীকার করে। জমিদারবাড়ি অবশ্য দারুণ রুচির পরিচয় দিয়েছিল সেদিন। তাদের ধরে-বেঁধে শাস্তি না দিয়ে রান্না করে খাইয়ে তবেই ছেড়েছিল।
8/9
স্বপ্নাদেশে
9/9
দুই বোন
photos