Earth Splitting: অচিরেই ভেঙে দু'টুকরো হয়ে যাবে পৃথিবী! জন্ম নেবে সম্পূর্ণ নতুন এক মহাদেশ আর বিশাল এক মহাসমুদ্র? তারপর...

Earth Splitting into Two: জানা গিয়েছে অচিরেই ভাঙন ধরতে চলেছে পৃথিবীতে। কী হবে তাতে? এতে নাকি তৈরি হবে নতুন একটি মহাদেশ ও নতুন একটি মহাসাগর! সত্যি?

| Jan 15, 2025, 17:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর ভূমিরূপে নানা পরিবর্তন ঘটছে। কখনও তা নীরবে, কখনও তা প্রকাশ্যে। সম্প্রতি একটি বিশ্ববিদ্য়ালয়ের এক গবেষণাপত্রে জানা গিয়েছে এই ভয়ংকর কথা। জানা গিয়েছে অচিরেই ভাঙন ধরতে চলেছে পৃথিবীতে। 

1/6

কোথায় ভাঙন

পূর্ব আফ্রিকায়। নীরবে এই ভয়ংকর ভাঙনটি ঘটছে। আর এর জেরে তৈরি হবে নতুন একটি মহাদেশ ও নতুন একটি মহাসাগর।

2/6

উগান্ডা-জাম্বিয়া

এর ফলে ঘটবে আশ্চর্য কাণ্ড! উগান্ডা ও জাম্বিয়া একেবারে ভূমি-আবদ্ধ দুটি অঞ্চল। পৃথিবী ভেঙে গেলে এরা কোস্টলাইন পাবে!

3/6

রিশেপিং সেশন

এর অর্থ পৃথিবীতে একটা রিশেপিং সেশন চলবে। অদল-বদল ঘটতে-ঘটতে সেখানে ঘটবে আরও নানা কাণ্ড-কারখানা। রিফ্ট ক্রমশ স্থায়ী হবে।

4/6

প্লাবিত পৃথিবী

আর যেহেতু গাল্ফ অফ এডেন, রেড সি ওই রিফ্টকে প্লাবিত করবে, সেহেতু একটা নতুন মহাসমুদ্র তৈরি হয়ে যাবে। এই বদল আগের পরিবেশ-প্রকৃতি, তার ইকোসিস্টেম, তার অর্থনীতি--  সবটাকে একেবারে দুমড়ে-মুচড়ে দেবে। নতুন মহাদেশের উৎপত্তির পাশাপাশি নতুন মহাসমুদ্রেরও উৎপত্তি ঘটবে আর এতে আমূল বদলে যাবে পৃথিবীর আবহাওয়া।

5/6

ভিটেমাটি-ছাড়া

আর কী হবে? প্রচুর মানুষ ভিটেমাটি-ছাড়া হবেন। ভূমি হারিয়ে পরিযায়ী হয়ে পড়বেন। যে রিফ্ট নিয়ে আলোচনা, সেখানে বহু মানুষের বসবাস। ফলে এই রিফ্ট থেকে ভাঙন ধরলে বহু মানুষকে সেখান থেকে সরে যেতে হবে। নষ্ট হবে উর্বর ভূমি, অনুর্বর হয়ে উঠবে মাটি, ব্যাহত হবে কৃষিকাজ। সে এক মহাবিপর্যয়!

6/6

গবেষণা

ইনস্টিটিউট অফ ইভলিউশনারি বায়োলজি একটি গবেষণা করেছে।