Rohit Sharma To Visit Pakistan: রোহিত যাচ্ছেন পাকিস্তান! চিরশত্রুদের ঘাঁটিতে কেন ভারত অধিনায়ক? এক আপডেটেই সুনামি...

Rohit Sharma To Visit Pakistan: কেন আচমকাই রোহিত শর্মা যাচ্ছেন পাকিস্তানে! চলে এল বিরাট আপডেট...

Jan 15, 2025, 15:02 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান এবং দুবাইয়ে আয়োজিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, টানা ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। 

2/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই

ICC Champions Trophy Hybrid Model

একক ভাবে পাকিস্তানকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছিল, তবে ভারত সাফ জানিয়ে দিয়েছিল যে, চিরশত্রু দেশে পা রাখবে না তারা। বাধ্য হয়ে পাকিস্তানকে হাইব্রিড মডেলই মেনে নিতে হয়। ভারত দুবাইয়ে খেলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। ভারত আটারির ওপারে না গেলেও অধিনায়ক রোহিত শর্মা যাচ্ছেন পাকিস্তানে! এক আপডেটেই তোলপাড় ভারতীয় ক্রিকেট! 

3/6

কেন রোহিত পাকিস্তানে যাচ্ছেন?

Why is Rohit Going to Pakistan?

এখন সকলের প্রশ্ন, কেন রোহিত একাই যাচ্ছেন পাকিস্তানে? আইসিসি ইভেন্টের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ককেই উপস্থিত থাকতে হবে উদ্বোধনী অনুষ্ঠানে, আর সেই কারণেই আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গেই রোহিতও আমন্ত্রিত পাকিস্তানে।   

4/6

পাক সফরে রোহিত শর্মা

Rohit Sharma To Visit Pakistan

রোহিতের পাকিস্তান ভ্রমণের প্রসঙ্গে এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা আইএএনএস রিপোর্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'টানা ২৯ বছর পর পাকিস্তানে একটি আইসিসি-র মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্ট ফিরছে। সেই উপলক্ষে পিসিবি জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা করছে। তাই ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে আসছেন।'

5/6

রোহিতরা সব ম্যাচই দুবাইয়ে খেলবেন

India To Play Only In Dubai

১৯ ফেব্রুয়ারি করাচিতে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউ জিল্যান্ড। পাকিস্তান নিজেদের ঘরের মাঠে অধিকাংশ ম্যাচ আয়োজন করলেও, গ্রুপ পর্যায়ে ভারতের সব খেলা দুবাইয়ে। প্রথম সেমিফাইনালও সেই শহরে। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে চ্যাম্পিয়নশিপ ম্যাচও দুবাইতে স্থানান্তরিত হবে। অন্যথায়, লাহোরে হবে খেলা।  

6/6

ভারত-পাকিস্তান সম্পর্ক

India-Pakistan Relation

সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেশে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্‍ হয়েছিল।