Vande Bharat: হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে বন্দে ভারত, কবে থেকে চালু?

Jan 15, 2025, 09:40 AM IST
1/5

শিয়ালদহ বন্দে ভারত

শিয়ালদহ বন্দে ভারত

হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলা থেকে যতগুলি বন্দে ভারত চলে তার অধিকাংশই চলে হাওড়া থেকে। এবার তা চলতে পারে শিয়ালদহ থেকে।

2/5

আধুনিক ডিপো

আধুনিক ডিপো

কাশীপুরে তৈরি হচ্ছে একটি আধুনিক ডিপো। এর জন্য খরচ হচ্ছে আড়াইশো কোটি টাকা। এখানে ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ হবে।

3/5

রেল টার্মিনাস

রেল টার্মিনাস

রেল সূত্রে খবর রেলের ওই টার্মিনাস তৈরি হয়ে গেলে শিয়ালদহ থেকে চালু হতে পারে বন্দে ভারত। এমনই চিন্তভাবনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন এক রেলকর্তা।

4/5

পূর্ব রেল

পূর্ব রেল

কতদিন সময় লাগবে বন্দে ভারত চালাতে?  পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর সূত্রে সংবাদমাধ্যমের খবর, হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

5/5

আর তিন মাস!

আর তিন মাস!

পরিকাঠামো তৈরি করার  ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে তিন মাস পর বন্দে ভারতের একটা আশা করা যেতে পারে।