Rabindranath Tagore Jayanti 2024: জানেন কি? রবীন্দ্রনাথ করেছেন মডেলিং, লিখেছেন বিজ্ঞাপনের গান...
Rabindranath Tagore Jayanti 2024: উনিশ শতকে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে, কবিগুরুর সময় তাঁর চেয়ে বড় তারকা কেউ ছিলেন না। বিজ্ঞাপনের ছবির জন্য পোজ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
1/7
রবীন্দ্রনাথ ঠাকুর
![রবীন্দ্রনাথ ঠাকুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473067-rn-tagore1.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। কবি, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, ছোটগল্পকার, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার ও দার্শনিক ছাড়াও তিনি ছিলেন বিভিন্ন বিজ্ঞাপনের একজন মডেল। এমনকি কখনও ব্যক্তিগত অনুরোধ, কখনও বা অর্থের জন্য হরেক রকম পণ্য এবং প্রতিষ্ঠানের জন্য জিঙ্গেল লিখেছেন রবি ঠাকুর।
2/7
বিজ্ঞাপন জগতে রবীন্দ্রনাথ
![বিজ্ঞাপন জগতে রবীন্দ্রনাথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473066-rntagore-2.png)
উনিশ শতকে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে, কবিগুরুর সময় তাঁর চেয়ে বড় তারকা কেউ ছিলেন না। বিজ্ঞাপনের ছবির জন্য পোজ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি নানা পণ্য ও সেবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন কবিগুরু। শুধু তাই নয়, অনেকের অনুরোধে একের পর এক বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখেছিলেন তিনি। ১৮৮৯ সাল থেকে ১৯৪১ সালের মধ্যে প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানা গিয়েছে, অনেকেরই দাবি যে বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহই ছিল তাঁর বিজ্ঞাপন জগতে আসার কারণ। তবে এইসব বিজ্ঞাপন থেকে কবিগুরু কত পারিশ্রমিক পেতেন, সেই তথ্য জানা যায়নি।
photos
TRENDING NOW
3/7
বোর্ন ভিটা
![বোর্ন ভিটা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473065-bournvita-rabindranath.png)
4/7
কুন্তলীন তেল
![কুন্তলীন তেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473064-kuntalin-rabindranath.png)
‘কুন্তলীন’ তেলের বিজ্ঞাপন সেই সময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। এই ‘কুন্তলীন’ তেলের বিজ্ঞাপনের মূল কেন্দ্রই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৩৩ এর ৬ আগস্ট 'দ্য অ্যাডভান্স' পত্রিকায় ছাপা হয়। এর প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গলও লিখেছিলেন- “কেশে মাখ ‘কুন্তলীন’/রুমালেতে ‘দেলখোস’ /পানে খাও ‘তাম্বুলীন’/ ধন্য হোক্ এইচ বোস।’ উপরের বিজ্ঞাপনটি সেই 'কুন্তলীন' কেশ-তেলের (Old Bengali ADs)। বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছিল কনজিউমার হিসাবে বিশ্বকবির নাম আর প্রশংসাবাক্যও, "কবীন্দ্র রবীন্দ্রনাথ বলিয়াছেন :- কুন্তলীন ব্যবহার করিয়া এক মাসের মধ্যে নূতন কেশ হইয়াছে।"
5/7
সুলেখা' ঝর্না কালি
![সুলেখা' ঝর্না কালি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473063-sajankali.png)
6/7
‘গোদরেজ’ সাবান
![‘গোদরেজ’ সাবান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473062-godrej-soap.png)
7/7
'গুরুদেবের বিমান যাত্রা'
!['গুরুদেবের বিমান যাত্রা'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/08/473061-biman-jatra.png)
photos