River Found on Mars: খরস্রোতা, গভীর উত্তাল এই নদী কী ভাবে বইত মঙ্গলে?
Raging Wild River Found on Mars: খরস্রোতা ও গভীর এক নদী ছিল বলেই এই পাথরগুলি এমন স্তরে স্তরে বিন্যস্ত। মঙ্গল থেকে আসা ছবিতে এমন প্রমাণ এই প্রথম মিলল। লাল গ্রহ থেকে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র যান পার্সিভিয়ারেন্স মার্স রোভার কিছু নতুন ছবি পাঠিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে-মাঝেই রটে যায় মঙ্গল-বার্তা। আর তখনই নতুন সব খবর বেরিয়ে এসে মুগ্ধ করে মানুষকে। খুলে যায় মহাকাশ গবেষণার নতুন স্তর। যেমন সম্প্রতি ঘটল। জানা গেল মঙ্গলে একদা সত্যিই বইত নদী! আসলে মঙ্গলের ভূপ্রকৃতিতে স্তরে স্তরে বিন্যস্ত পাথর দেখেই কেমন যেন সন্দেহ হয়েছিল বিজ্ঞানীদের। সেই বিন্যাস যেন নদীরই সাক্ষ্য বহন করে।
1/6
খরস্রোতা, গভীর উত্তাল এক নদী
![খরস্রোতা, গভীর উত্তাল এক নদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420508-mars-1.png)
কিন্তু খরস্রোতা, গভীর উত্তাল এক নদী কী ভাবে বইত মঙ্গলে? সেটা জানারই চেষ্টা করতে নেমে পড়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত মঙ্গলে একদা-বহমান উচ্ছল নদী নিয়ে বিজ্ঞানীদের সব কৌতূহলের উত্তর দিল পার্সিভিয়ারেন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে মঙ্গলের যে জায়গাটিতে নিজের মাস্টক্যাম-জেড ক্যামেরায় পার্সিভিয়ারেন্স কিছু ছবি তুলেছে, বিজ্ঞানীরা বলছেন সেগুলিই মৃত নদীর চিহ্ন।
2/6
মঙ্গলে সম্ভবত হ্রদও ছিল
![মঙ্গলে সম্ভবত হ্রদও ছিল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420507-mars-2.png)
photos
TRENDING NOW
3/6
পার্সিভিয়ারেন্স মার্স রোভার
![পার্সিভিয়ারেন্স মার্স রোভার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420506-perseverance-3.png)
4/6
নদীর চিহ্ন পেয়ে
![নদীর চিহ্ন পেয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420505-mars-4.png)
5/6
জাজেরো ক্রেটার অঞ্চলেই মূলত
![জাজেরো ক্রেটার অঞ্চলেই মূলত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420504-mars-5.png)
6/6
নদীর পক্ষে প্রমাণ
![নদীর পক্ষে প্রমাণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/13/420503-mars-6.png)
photos