ডলার পিছু টাকার দাম ৮০ হলেও আশঙ্কার কারণ নেই!

Aug 15, 2018, 16:53 PM IST
1/5

কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, শুধু টাকা নয়, দাম পড়ছে অন্যান্য মুদ্রারও। জানিয়েছেন, ডলারের দাম ৮০ টাকা হলেও চিন্তার কোনও কারণ নেই।

কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, শুধু টাকা নয়, দাম পড়ছে অন্যান্য মুদ্রারও। জানিয়েছেন, ডলারের দাম ৮০ টাকা হলেও চিন্তার কোনও কারণ নেই।

2/5

বর্তমান আর্থিক বছর শুরু হয়েছিল মন্দা দিয়েই। ডলারের তুলনায় টাকার দাম ৬.৭ শতাংশ কমেছিল।

বর্তমান আর্থিক বছর শুরু হয়েছিল মন্দা দিয়েই। ডলারের তুলনায় টাকার দাম ৬.৭ শতাংশ কমেছিল।

3/5

গত ১৪ অগাস্ট ১ ডলারের মূল্য ছিল ৭০ টাকা। ১ ইউরো ছিল ৭৯.৮ টাকা, ১ ব্রিটিশ পাউন্ড ছিল ৮৯.৪ টাকা, ১ অস্ট্রেলিয় ডলারের মূল্য ছিল ৫০.৮ টাকা ও ১ ইউয়ান ছিল ১০.২ টাকা।

গত ১৪ অগাস্ট ১ ডলারের মূল্য ছিল ৭০ টাকা। ১ ইউরো ছিল ৭৯.৮ টাকা, ১ ব্রিটিশ পাউন্ড ছিল ৮৯.৪ টাকা, ১ অস্ট্রেলিয় ডলারের মূল্য ছিল ৫০.৮ টাকা ও ১ ইউয়ান ছিল ১০.২ টাকা।

4/5

টাকার দাম কমার মধ্যেই ভারতের আশার কথা হল, দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার। ৩ অগাস্ট দেশে বিদেশি মুদ্রার পরিমাণ ছিল ৪০২.৭০ বিলিয়ন ডলার। তবে পরের সপ্তাহে তা ১.৪৯ বিলিয়ন ডলার কমে ‌যায়।

টাকার দাম কমার মধ্যেই ভারতের আশার কথা হল, দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডার। ৩ অগাস্ট দেশে বিদেশি মুদ্রার পরিমাণ ছিল ৪০২.৭০ বিলিয়ন ডলার। তবে পরের সপ্তাহে তা ১.৪৯ বিলিয়ন ডলার কমে ‌যায়।

5/5

S 1

কোনও কোনও মহল থেকে টাকার দাম কমাকে ভালোভাবেই নেওয়া হচ্ছে। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, টাকার দাম ৬৯-৭০ এর মধ্যে থাকলে ভালো হয়। ডলারের এই দাম কতটা আকর্ষণীয় তা বন্ড, ইক্যুইটি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ দেখলেই বোঝা ‌যাবে।

কোনও কোনও মহল থেকে টাকার দাম কমাকে ভালোভাবেই নেওয়া হচ্ছে। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, টাকার দাম ৬৯-৭০ এর মধ্যে থাকলে ভালো হয়। ডলারের এই দাম কতটা আকর্ষণীয় তা বন্ড, ইক্যুইটি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ দেখলেই বোঝা ‌যাবে।