মাথা বাঁচাতে কড়া কেন্দ্র, হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা

| Aug 15, 2018, 16:26 PM IST
1/10

পথ নিরাপত্তা নিয়ে রাজ্যের তত্পরতা বাড়ার সঙ্গে সঙ্গে হেলমেটের ব্যবহার বেড়েছে।

2/10

নানা রঙ-বেরঙের, ডিজাইনের হেলমেট বিক্রিও খুব সস্তায়। কিন্তু এই সস্তার হেলমেট খুঁজতে গিয়ে কি নিজেদেরকেই ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি না আমরা?

3/10

পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইনকে মাথায় রেখে এ বার হেলমেট বিধিতেও বেশ কড়াকড়ি নিয়ম আনছে কেন্দ্র।

4/10

হেলমেটের ওজন ১২০০ গ্রাম বাধ্যতামূলক করা হচ্ছে।

5/10

হেলমেটে থাকতে হবে আইএসআই-এর লোগো। আইএসআই-এর অনুমোদন ছাড়া হেলমেট বিক্রিতে জারি হতে চলেছে নিষেধাজ্ঞা।

6/10

২ অগাস্ট এই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

7/10

নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র। মন্ত্রক সূত্রে খবর কেন্দ্রের নির্দেশ ঠিকঠাক মানা হচ্ছে কি না দেখতে অভিযানে নামবে রাজ্য পরিবহন দফতর। 

8/10

আগামী বছরের গোড়া থেকেই অভিযান শুরু হবে। প্রথমেই হেলমেটের দোকানে দোকানে অভিযান চলবে।

9/10

তারপর রাস্তায় রাস্তায় অভিযান। নির্দেশ না মানলে পরে পুলিসি অভিযানও হবে।

10/10

আগামী বছর ১৫ জানুয়ারির মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আইএসআই লোগোহীন হেলমেট।