মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের এই ভয়ংকর শীতে গঙ্গোত্রীতে কী করছেন এত জন সাধু?
Gangotri: এখন গঙ্গোত্রী বন্ধ। পরের বছর গ্রীষ্মে অক্ষয় তৃতীয়ায় ফের খুলবে। বলা হয়, এখানে এত ঠান্ডা যে, দেবতারা ছাড়া ওখানে এ সময়ে কেউ থাকতে পারে না!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ অক্টোবরে গঙ্গোত্রী ধামের পোর্টালগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পরের বছর গ্রীষ্মে অক্ষয় তৃতীয়ায় ফের খুলবে। বলা হয়, এখানে এত ঠান্ডা যে দেবতারা ছাড়া ওখানে এ সময়ে কেউ থাকতে পারে না! সাধারণ কোনও যাত্রী বা তীর্থযাত্রী এখন আর এখানে যেতে পারবেন না। তবে কয়েকজন সাধু এই শীতে ওখানে বিশেষ এক ব্রতে গিয়েছেন।
উত্তরাখণ্ড দেবতাদের দেশ মহান সাধুদের দেশ। আজও এখানকার সব গুহায় এমন যোগীরা আছেন, যাঁরা এখানে -৫ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবস্থান করে তপস্যা করেন।
1/7
ধ্যানজপ সাধনভজন
![ধ্যানজপ সাধনভজন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399614-gango1.png)
উত্তরকাশীর পুলিস সুপার অর্পণ যদুবংশী বলেছেন, এই বছর ৫২ জন সাধু গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী উপত্যকায় এসেছেন। তাঁরা ওই -ডিগ্রি তাপমাত্রায় ধ্যানজপ করবেন। আগে অবশ্য এই প্রথা ছিল। করোনার কারণে দুবছর এটা হয়নি। গঙ্গোত্রী উপত্যকায় কোনও সাধু আসেননি। কয়েক শতাব্দীর এই প্রথা ভেঙে যায়। তবে এবছর ফের শুরু হল।
2/7
বরফঢাকা
![বরফঢাকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399612-gango-2.png)
photos
TRENDING NOW
3/7
একত্রে
![একত্রে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399611-gango-3.png)
4/7
তপোবনে
![তপোবনে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399610-gango-4.png)
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ মিটার উচ্চতায় অবস্থিত তপোবনে এবার তিনজন সন্ন্যাসী এবং ৩৮০০ মিটার উচ্চতায় একজন সন্ন্যাসী ধ্যানমগ্ন। এখানে, প্রায় এক দশক পরে, তপোবনে সাধনরত সন্ন্যাসীর সংখ্যা দুই থেকে তিনে উন্নীত হয়েছে। অন্য দিকে, সমগ্র গঙ্গোত্রী উপত্যকায় গুহায় সাধনকারী সাধু-সন্ন্যাসীর সংখ্যা ৫২-য়ে পৌঁছেছে। গত দশ বছরে সংখ্যাটি ৪০-এর কাছাকাছি ছিল।
5/7
আধ্যাত্মিক সাধনার জন্য
![আধ্যাত্মিক সাধনার জন্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399609-gango-5.png)
6/7
গঙ্গোত্রীধামে
![গঙ্গোত্রীধামে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399608-tapovan-6.png)
7/7
তীর্থপথে
![তীর্থপথে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/11/399607-gango-7.png)
photos