1/8
'ঠাকুর জামাই'
photos
TRENDING NOW
3/8
সালসার তালে
4/8
প্রথম মিউজিক ভিডিও
5/8
কোরিওগ্রাফার সুদর্শন
6/8
সংগীতশিল্পী হৃতি
গানটি তিনটি ভাষায় গাওয়া হয়েছে। সংগীতশিল্পী হৃতি টিকাদার তাঁর সুরের জাদু ছড়িয়েছেন। সুরকার সোম চক্রবর্তী জানালেন, " অনেকের মতোই আমিও এই সুপার হিট গানটা শুনে বড় হয়েছি। যখন জোনাইদি আমাকে এই গানটা রিক্রিয়েট করতে বলেছিলেন, তখন এটি ছিল বেশ চ্যালেঞ্জিং একটা কাজ! আমি এমন একজন কণ্ঠশিল্পীকে খুঁজছিলাম যার কণ্ঠে একটু পাশ্চাত্যের ছোঁয়া আছে।"
7/8
স্বপ্না চক্রবর্তীকে সম্বর্ধনা
8/8
পরিচালকের কথায়
জোনাই সিং জানালেন, "যখন আমরা একত্রিত হই, তখন অনেক পার্থক্য মুছে যায়। সমস্ত বিষয় হল শৈল্পিক অভিব্যক্তি, যা তাদের একত্রিত করে এবং মানুষের কাছে আবেদন করে। 'ঠাকুর জামাই এই দৃষ্টিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে স্বপ্নাদিকে ব্যক্তিগত ভাবে সম্মান জানাতে পেরে এবং তাঁর আশীর্বাদ পেয়ে আমরা খুশি।"
photos