Bangladesh Rohingya camps: বন্যা কেড়ে নিল হাজার বাংলাদেশি রোহিঙ্গার ঘর

Aug 02, 2021, 10:17 AM IST
1/5

Heavy Rainfall: অতিভারী বৃষ্টি

Heavy Rainfall: অতিভারী বৃষ্টি

২০১৭ থেকে বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে ৭ লক্ষেরও বেশি মানুষের বাস ছিল।   

2/5

refugees: রিফিউজি

refugees: রিফিউজি

কয়েকদিনের ভারী বর্ষণে দক্ষিণ বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প জলমগ্ন। ভেসে গেছে বসতি, হাজারেরও বেশ মানুষকে পাঠানো হয়েছে নিরাপদ স্থানে।   

3/5

Cox's bazar: কক্সবাজার

Cox's bazar: কক্সবাজার

কক্সবাজার ও তার সংলগ্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩০ সেন্টিমিটারেরও বেশি। UN রিফিউজি এজেন্সির মতে, ক্যাম্পে ৮ লক্ষেরও  বেশি রোহিঙ্গার বাস। 

4/5

Rohingya camps: রোহিঙ্গা ক্যাম্প

Rohingya camps:  রোহিঙ্গা ক্যাম্প

বন্যা পরিস্থিতি ভয়াবহ, তাই সেখানকার মানুষদের উদ্ধার করে নিয়ে গিয়েছে নিরাপদ স্থানে। কিন্তু  রিফিউজিদের অভিযোগ, তাদের কাছে খাবার, জল ঠিকভাবে পৌঁছচ্ছে না।   

5/5

Floods leave homeless: বন্যায় ঘরছাড়া বহু

Floods leave homeless: বন্যায় ঘরছাড়া বহু

ঝড়,ভারী বৃষ্টি,বন্যা, ধস প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই দুর্ভোগের মধ্যে পড়ে ক্যাম্পগুলো। বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া। জলের তোড়ে ভেসে গিয়েছে শেষ সম্বলটুকুও।