1/6
আয়কর রিটার্ন
2/6
জরিমানা
যাঁদের আয় ৫ লাখ টাকার কম, তাঁদের জরিমানা হিসেবে দিতে হবে ১,০০০ টাকা। এরপর আয় হিসেবে জরিমানা বাড়বে। লেট ফি-র এই পরিমাণ ৫,০০০ টাকা পর্যন্ত। আপনি যদি ৩১ ডিসেম্বরের মধ্যেও আইটিআর ফাইল করতে না পারেন, তাহলে এজন্য মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। যদি কারও বার্ষিক আয় করযোগ্য সীমার চেয়ে কম হয়, সে ক্ষেত্রে অবশ্য লেট ফি দিতে হবে না।
photos
TRENDING NOW
3/6
হাতের কাছে নথি
4/6
সহজে
5/6
ইনকাম ট্যাক্স রিটার্ন
6/6
মাত্র ৫ মিনিটে
এবার ITR-1 (ITR-1) বা ITR-4 থেকে যে কোনও একটি অপশন বেছে নিয়ে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন। বেতনভোগীদের ITR-1 বেছে নিতে হবে। এর পর 'ফিলিং টাইপ'-এ গিয়ে 139(1) রিটার্নের বিকল্পটি বেছে নিন। এই ফর্মে অনুরোধ করা সমস্ত তথ্য পূরণ করে তথ্য সেভ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করুন। এবার ই-ভেরিফিকেশন করতে পারেন। এই ভাবে মাত্র ৫ মিনিটেই নিজের আয়কর রিটার্ন নিজেই ফাইল করতে পারেন।
photos