সুন্দরবন এলাকায় তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে ঘূরিণঝড় রিমাল। সুন্দরবন এলাকার বহু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মানুষজনকে ফ্লাড সেল্টার হাউসে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
2/5
সুন্দরবন এলাকায় কোনও কোনও অঞ্চল নদী ভাঁধ ভাঙতে শুরু করেছে। বিদ্যধরীর বাঁধ ভেঙে জল ঢুকছে কোথাও।
photos
TRENDING NOW
3/5
সাধারণভাবে যে কোনও বান বন্যা বা প্রাকৃতিক বিপর্যযে মাঠে নেমে কাজ করতে দেখা যায় সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীকে। এবারও তার ব্যতিক্রম হল না।
4/5
এবার রিমালের কথা মাথায় রেখে রায়দিঘিতে কান্তিবাবু খুলেছেন সেফ হাউস। সেখানে এসে মানুষজন আশ্রয় নিচ্ছেন। বৃষ্টি মাথায় করে সেই সেফ হাউস দেখাশোনার কাজে নেমে পড়েছেন কান্তি গাঙ্গুলী।
5/5
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হাওয়ার গতিবেগ ৯৫-১০৫ কিলোমিটার। এরপর আরও উত্তর যাবে রিমেল তখন হওয়ার গতি আরও বাড়বে।