ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা, জীবন-মৃত্যুর ম্যাচে লড়ছেন লি

Sep 22, 2018, 17:37 PM IST
1/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 1

২০০৮, ২০১২ ও ২০১৬ ওলিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালিস্ট লি চং উই ক্যান্সারে আক্রান্ত। বিশ্ব ব্যাডমিন্টনে এক নম্বরে থাকা এই তারকা লড়ছেন জীবন-মৃত্যুর ম্যাচ।

2/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 2

দীর্ঘ সময় বিশ্ব ব্যাডমিন্টনের এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন লি চং উই। সেই লি-র ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে মালয়েশিয়ার ব্যাডমিন্টন সংস্থা।

3/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 3

যুবরাজ সিংয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে এদেশের খেলার দুনিয়া ও সাধারণ মানুষে মধ্যে যেমন সাড়া পড়ে গিয়েছিল, লি চংয়ের ক্ষেত্রেও মালয়েশিয়াতে ঠিক তাই হচ্ছে। কারণ, সে দেশের জনপ্রিয় ক্রীড়াবিদ লি।

4/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 4

লি চং এখনতাইওয়ানের এক নামজাদা হাসপাতালে ভর্তি। তাঁর ক্যানসারের চিকিত্সা চলছে। একেবারে শুরুতেই ধরা পড়েছে। ফলে লি ক্যানসারকে জয় করে আবার কোর্টে ফিরতে পারেন। 

5/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 5

স্কিল আর ফিটনেসের জন্য লি-র নাম দেওয়া হয়েছিল- মালয়েশিয়ান রোবট। ভারতীয় শাটলার শ্রীকান্তের মতে, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা লি।

6/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 6

২০১৪-তে ডোপিং কেলেঙ্কারিতে নাম উঠেছিল তত্কালীন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা মালয়েশিয়ার লি চং উইয়ের। সাময়িক ভাবে তাঁকে নির্বাসনে পাঠিয়েছিল বিএফডব্লিউ। তবে নির্বাসন থেকে ফিরে এসে দু বছর পর রিও ওলিম্পিকের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন।

7/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 7

পিভি সিন্ধুর মত লি-ও অনেকবার বড় টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন। টানা তিনবার অলিম্পিকের ফাইনালে হারের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিনবার রুপো পেয়েছেন। ১২ বছরের কেরিয়ারে ৬৯টি খেতাব জিতেছেন। 

8/8

ক্যান্সারে আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা,

Lee chong wei has cancer 8

৩৫ বছরের মালয়েশিয়ান শাটলার চলতি বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। তবে তারপর থেকেই তাঁর শারীরিক অসুস্থতার অবনতি হতে থাকে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে নামতে পারেননি। শেষ পর্যন্ত জানা গেল নাকে ক্যান্সারের কারণেই অসুস্থ ছিলেন তিনি।