হেঁশেলে যাকে ৩৬৫ দিনই প্রয়োজন, তার দামই এখন ৩৬৫ টাকা কেজি!
Ginger Price Kolkata: দাম কমার কোনও লক্ষণই নেই, এদিকে সংকটে মধ্যবিত্ত-সহ প্রান্তিক মানুষজন। কেননা, আদা এমন একটা ইনগ্রেডায়েন্ট, যাকে ছাড়া হেঁশেল একদিনও চলে না। অথচ, তার দাম আগুন। ছোঁয়া যাচ্ছে না! শনিবার শহরের বাজারে আদার নতুন দাম দাঁড়াল ৩৬৫ টাকা! যা জানা যাচ্ছে, তা হল, এই দাম কমার আপাতত কোনো লক্ষণই নেই! তা হলে?
অয়ন ঘোষাল: কে দেবে আলো? থুড়ি, কে দেবে আদা? সস্তায় আদা? কী করে সম্ভব? দীর্ঘদিন ধরে দাম কমার কোনও লক্ষণই যে নেই! সংকটে মধ্যবিত্ত-সহ সমাজের দরিদ্রশ্রেণির প্রান্তিক মানুষজন। কেননা, আদা এমন একটা ইনগ্রেডায়েন্ট, যাকে ছাড়া হেঁশেল চলে না। অথচ, তার দাম আগুন। ছোঁয়া যাচ্ছে না! যাবে কী করে? প্রায় মাসদেড়েক ধরে সাড়ে তিনশোর ঘরে ঘোরাফেরার করছিল তার দাম। গতকাল পাইকারি বাজারে আরও দাম বাড়ায় কলকাতার খুচরো বাজারেও দাম বাড়ল আদার। আজ, শনিবার শহরের বাজারে আদার নতুন দাম দাঁড়াল ৩৬৫ টাকা! যা জানা যাচ্ছে, তা হল দাম কমার আপাতত কোনো লক্ষণই নেই!