শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে, বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে ভয়ানকভাবে উদ্ধার তরুণী! যাদবপুরে ভয়ঙ্কর ঘটনা
1/5
![নিজস্ব চিত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/15/261668-pallabi.jpg)
2/5
![নিজস্ব চিত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/15/261666-pallabi3.png)
photos
TRENDING NOW
3/5
![নিজস্ব চিত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/15/261665-pallabi4.png)
4/5
![নিজস্ব চিত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/15/261664-pallabi5.png)
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে শেষ বারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল পল্লবিকে। তারপর থেকে ফ্ল্যাটের সদর দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটে এক যুবকের যাতায়াত ছিল। তাঁর সঙ্গে পল্লবি সম্পর্কে ছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। বাড়িতে পুরুষ বন্ধুরা আসা যাওয়া করত, ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী কর্তারা।
5/5
![নিজস্ব চিত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/15/261663-pallabi6.png)
পল্লবির এক মাসির মেয়ে জানান. 'ওর বয়ফ্রেন্ড রয়েছে জানি। সম্ভবত লিভইন করত তারা।' যাদবপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই তরুণী শেষ কার কার সঙ্গে ফোনে কথা বলেছে সেই কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।
photos