সীমান্তে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ভারত। আর তাতেই যত আপত্তি চিনের। প্রধানমন্ত্রী রোহতাং-এ অটল টানেলের উদ্বোধন করেছেন। যার ফলে মানালি থেকে লে পৌঁছনো যাবে খুব তাড়াতাড়ি। আর এই টানেল এখন চিনা সেনার মাথা ব্যথার কারণ হয়েছে।
2/5
মানালি থেকে লে যেতে এখন প্রায় চার ঘণ্টা কম সময় লাগবে। যার ফলে অটল টানেল ভারতীয় সেনাবাহিনীর অনেক সুবিধা করে দিল। তবে স্বাভাবিকভাবে চিন তাতে একেবারেই খুশি নয়। আর রাগ, ক্ষোভ চেপেও রাখতে পারল না তারা।
photos
TRENDING NOW
3/5
চিন তাদের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে লিখেছে, ভারতের সঙ্গে যুদ্ধের সময় তারা অটল টানেল উড়িয়ে দেবে। আরও দাবি করা হয়েছে, এই টানেল ধ্বংস করার একাধিক রাস্তা খোলা রয়েছে চিনা সেনার সামনে।
4/5
গ্লোবাল টাইমস-এ আরও লেখা হয়েছে, দুই দেশের মধ্য শান্তি থাকলে এই টানেল ভারতীয় সেনাকে সুবিধা করে দেবে। তবে যুদ্ধের সময় এই টানেল ভারতীয় সেনার কোনও কাজে লাগবে না।
5/5
ইতিমধ্যে চিন সীমান্ত সংলগ্ন এলাকায় মোট ৭৩টি রাস্তায় কাজ হবে। এবার শীতের সময়ও সেই সব রাস্তা নির্মানের কজ বন্ধ রাখবে না ভারত। এমনটাই জানা যাচ্ছে আপাতত।