দেখুন বেলুড় মঠে দেবীর বোধন

Oct 22, 2020, 22:04 PM IST
1/5

মা আসছেন, মা আসছেন- আর নয় । মা এসে গিয়েছেন। হয়ে গিয়েছে বোধন।

2/5

ষষ্ঠীর সন্ধ্যায় বেলুড় মঠে হয়ে গেল দেবীর বোধন। 

3/5

২০০০ সাল পর্যন্ত মঠের মূল মন্দিরের ভিতরেই পুজো হত। পরে তা বাইরের প্রাঙ্গণে আয়োজিত হত। করোনা পরিস্থিতিতে ফের মূল মন্দিরের ভিতরেই পুজোর আয়োজন।

4/5

করোনা পরিস্থিতিতে বেলুড় মঠের দুর্গাপুজোয় এ বছর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। কোনও প্রকার প্রসাদও বিতরণ করা হবে না।

5/5

ভার্চুয়াল সম্প্রচারেই এবার বেলুড় মঠের দেবী দর্শন।