Gold Price Today: মধ্যবিত্তের নাগালে সোনা! বিয়ের মরসুমে কতটা দাম কমল হলুদ ধাতুর?

Gold Price:  সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান ও সিঙ্গাপুরে যা সোনার দাম, তার থেকেও কলকাতায় সস্তা হচ্ছে সোনার দাম। 

Nov 25, 2024, 15:28 PM IST
1/5

সোনার দাম

Gold Rate Today

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মরশুমে কিছুটা হলেও নাগালের মধ্যে সোনার দাম। আশঙ্কা করা হয়েছে, চলতি বছরের থেকে আগামী বছর আরও বাড়বে সোনার দাম। তবে এই বছরের শেষের দিকে পল্লা দিয়ে বাড়ছে হলুদ ধাতুর মূল্য। 

2/5

সোনার দাম

Gold Rate Today

২৫ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭২,৯৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯,৬৩০ টাকা। 

3/5

সোনার দাম

Gold Rate Today

পাকা সোনা বার ৭৮ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো) ৭৮ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৪ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। 

4/5

সোনার দাম

Gold Rate Today

বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। গত সপ্তাহে দাম বাড়লেও অক্টোবরের শেষ সপ্তাহের তুলনায় কম রয়েছে সোনা ও রুপোর দাম। 

5/5

সোনার দাম

Gold Rate Today

২০২৪ সালের বাজেট ঘোষণার পরপরই সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবে সোনা এবং রূপার উপর শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬% করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রভাব সোনার দামের উপর তাৎক্ষণিকভাবে পড়ে।