দুনিয়ার এইসব জায়গায় এখনও খুঁজলেই মেলে সোনা

Oct 14, 2018, 13:02 PM IST
1/6

s 6

s 6

খনি থেকে নয় দুনিয়ায় এখনও বহু জায়গা রয়েছে যেখানে সোনা পাওয়া যায় কোনও নদী বা পাহাড়ি এলাকা থেকে। এলাকার মানুষজন সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে এখনও ওইসব এলাকা থেকে সোনা সংগ্রহ করেন।

2/6

S 5

S 5

আলাস্কার ক্রো ক্রিকের প্রাকৃতিক সৌন্দর্য এখনও পর্যটকদের টানে। পাশপাশি এখানকার ছোটখাটো নদীতে পাওয়া যায় সোনা। ক্রে ক্রিক নদীর উতসস্থলে প্রথম সোনার সন্ধান পাওয়া যায় ১৮৯৭ সালে।

3/6

S 4

S 4

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে ডাকোটায় প্রথম সোনার সন্ধান মেলে ১৮৮৬ সালে। সে সময় ডাকোটার ব্ল্যাক হিলসে সোনার সন্ধানে মানুষের ঢল নেমছিল। এখনও মানুষজন সেখানে যান সোনার সন্ধানে।

4/6

S 3

S 3

১৮৯৬ সালে প্রথম প্রচার হয় কানাডার কলিন্ডিকে নদীর বোনানজা ক্রিকে পাওয়া যাচ্ছে সোনা। শুরু হয়ে যায় গোল্ড রাশ। সেই থেকেই চলছে সোনা খোঁজার কাজ। কানাডার এই প্রত্যন্ত এলাকায় এখন মানুষ যান সোনার খোঁজে।

5/6

S 2

S 2

ব্রিটিশ কলম্বিয়ার ফ্রাসার নদীতে এখনও মানুষ ভিড় করেন সোনার খোঁজে। এখানকার ট্রাঙ্কুইল ক্রিকের থমসনে এখনও নদীতে নেমে সোনা খুঁজে পান মানুষজন।

6/6

s 1

s 1

সোনার সন্ধানে এখনও উত্তর অস্ট্রেলিয়ার ওয়ারেগোতে পাড়ি জমান বহু অস্ট্রেলিয়। খনিজ সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে এখনও পাওয়া যায় সোনা।